ক্রিকেট পাকিস্তান

ফের অপেক্ষা বাড়লো উমর আকমলের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:23 শুক্রবার, 25 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে উমর আকমলকে তিন বছরের নিষিদ্ধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর এক মাসের মাথায় এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি।

তার আপিলের প্রেক্ষিতে তিন বছর নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে দেড় বছরে নামিয়ে আনা হয়। কিন্তু তাতেও সন্তুষ্ট ছিলেন না আকমল। শাস্তি পুরোপুরি তুলে নিতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করেছিলেন পাকিস্তানের এই ডানহাতি ব্যাটসম্যান।

এদিকে উমরের দাবী শুনে তার শাস্তি ফের বাড়িয়ে দিতে সিএএস'এর কাছে পাল্টা মামলা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সেই মামলার শুনানি হবার কথা ছিল।

কিন্তু সেই শুনানি পিছিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। দুই পক্ষের মতৈক্যে না আসার কারণে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে মামলাটির শুনানি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়েছিল সিএএস'এর সঙ্গে সুইজারল্যান্ডে বৈঠকে না বসে দুবাইয়ে বসতে। সেই সঙ্গে ভিডিও লিঙ্কের মাধ্যমে শুনানি পরিচালনা করার অনুরোধ জানিয়েছিল।

কিন্তু বিষয়টির সঙ্গে একমত হতে পারেননি উমর আকমলের আইনজীবীরা। যার ফলে সিএএস পিছিয়ে দিয়েছে শুনানি। আশা করা যাচ্ছে কয়েক সপ্তাহের ভেতরই শুনানির দিন ধার্য করে জানিয়ে দেয়া হবে।

এর আগে দুর্নীতির প্রস্তাব পেয়ে তা গোপন করার দায়ে উমরকে তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল পিসিবি। পিএসএলের গত আসর শুরুর আগে এ প্রস্তাব পেয়েছিলেন তিনি। এরপর এপ্রিলে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয় এই ব্যাটসম্যানকে।

পিসিবির শৃঙ্খলা আইনের ২.৪.৪ ধারা ভঙ্গ করায় এতো বড় শাস্তি পেয়েছিলেন আকমল। প্রায় একই রকম অভিযোগে পেসার মোহাম্মদ ইরফান নিষিদ্ধ হয়েছিলেন ৬ মাসের জন্য, স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ ২ মাসের জন্য।