আইপিএল

হারের দায় নিজ কাঁধে নিলেন কোহলি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:54 শুক্রবার, 25 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৯৭ রানের বিশাল হারের দায়ভার নিজের কাঁধে নিচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি।

ম্যাচটিতে দুইবার জীবন পেয়ে সেঞ্চুরি করেন লোকেশ রাহুল। দুবারই তাঁর ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন কোহলি। জীবন পেয়ে পেয়ে রাহুলের ব্যাটে আসে ৬৯ বলে ১৩২* রানের ইনিংস। এরপর বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র এক রানে বিদায় নেন কোহলি।

ম্যাচ শেষে তিনি বলেন, 'আজকের দিনটি খারাপ ছিল। ম্যাচের মাঝামাঝি সময়ে বল হাতে আমরা ভালো করছিলাম। তারা সুন্দর সূচনা করেছিল, যদিও আমরা তাদের বাধা দিয়েছিলাম।

আমাকেই সামনে এগিয়ে আসতে হবে আর এর দায় নিতে হবে। দিন্তি খুব ভালো যায়নি। লোকেশ দু'বার সুযোগ দিয়েছিল। তখন সে সেট হয়ে গিয়েছিল। তার ক্যাচ মিস করাতে আরও ৩৫-৪০ রান বেশি করেছে।'

এই ম্যাচে তিন নম্বরে নামেন ব্যাঙ্গালোরের অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান জস ফিলিপ। যদিও শুন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। নিজের ব্যাটিং পজিশন ফিলিপকে ছেড়ে দেয়ার কারণও জানালেন কোহলি।

তিনি আরও বলেন, 'সে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে টপ অর্ডারে ব্যাটিং করে। বিবিএলেও সে দারুণ করেছে। টুর্নামেন্টের শুরুর দিকে আমরা ভাবছিলাম, তাকে উপরের দিকে নামিয়ে আরও বেশি সুযোগ দিব। যেন আমাদের ব্যাটিং গভীরতা আরও বেড়ে যায়।'