আইপিএল

অভিজ্ঞ ধোনির মুখোমুখি তরুণ আইয়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:28 শুক্রবার, 25 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুক্রবার রাতের খেলায় মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লী ক্যাপিটালস। দুবাইতে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এই ম্যাচটি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে চেন্নাই। মহেন্দ্র সিং ধোনির দল জিতেছে একটিতে। অপরদিকে তরুণ অধিনায়ক শ্রেয়াশ আইয়ারের দিল্লী এখন পর্যন্ত খেলা একমাত্র ম্যাচে সুপার ওভারে গিয়ে জিতেছে।

মাঠে নামার আগে একাদশ সাজানো নিয়ে দুশ্চিন্তায় আছে দুই দলই। চেন্নাইয়ের ডোয়াইন ব্রাভো এবং আম্বাতি রাইডু- দুজনই ইনজুরিতে। এখনও সেরে ওঠেননি তারা।

অপরদিকে প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েন দিল্লীর রবিচন্দ্রন অশ্বিন। এখনও পুরোপুরি সুস্থ হননি অশ্বিনও। তাই নিজের সাবেক দলের বিপক্ষে অশ্বিন খেলতে না পারলে তাঁর জায়গায় অমিত মিশ্রকে নামাতে পারে দিল্লী।

এদিকে এই দুই দলের পরিসংখ্যানে অনেক বেশি এগিয়ে আছে চেন্নাই। ২১ বারের মোকাবেলায় ১৫ বারই জিতেছে চেন্নাই। দিল্লী জিতেছে মাত্র ছয়বার।

সম্ভাব্য একাদশ:

চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, ফাফ দু প্লেসি, ঋতুরাজ গায়কোয়াড, স্যাম কারান, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), দীপক চাহার, শারদুল ঠাকুর/ কার্ন শর্মা, পীযুষ চাওলা ও লুঞ্জি এনগিদি/ ইমরান তাহির।

দিল্লী ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শিমরন হেটমিয়ার, শ্রেয়াশ আইয়ার (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), মার্কাস স্টইনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন/ অমিত মিশ্র, কাগিসো রাবাদা, অনরিচ নরকিয়া ও মোহিত শর্মা।