নিউজিল্যান্ড ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:18 শুক্রবার, 25 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে যাচ্ছে নিউজিল্যান্ড। আন্তর্জাতিক সিরিজ আয়োজনে সরকারের অনুমতি পেয়েছে বোর্ড। সব কিছু ঠিক থাকলে আসন্ন নভেম্বর থেকে ক্রিকেটে ফিরছে ব্ল্যাক ক্যাপসরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) টুইটারে বিষয়টি নিশ্চিত করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সেখানে বলা হয়, আসন্ন গ্রীষ্ম থেকে আন্তর্জাতিক সিরিজ আয়োজনে সরকারের অনুমতি পেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বিস্তারিত পরবর্তিতে জানিয়ে দেয়া হবে।

সেই হিসেবে আসন্ন নভেম্বর থেকে জানুয়ারির ভেতর ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজন করবে এনজেডসি। একই সঙ্গে পর্যালোচনায় রয়েছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষের সিরিজ দুটি।

আইসিসির ফুইচার ট্যুর প্ল্যান অনুযায়ী, কিউইদের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। আর ওয়েস্ট ইন্ডিজ খেলবে তিনটি টেস্ট।

নিউজিল্যান্ডে প্রবেশ করেই ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান দলকে ক্রাইস্টচার্চে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর করোনা নেতিবাচক প্রমাণিত হলে অংশ নিতে পারবেন অনুশীলনে।

এদিকে জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরের কথা ভাবছে এনজেডসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পরিকল্পনা করছে বোর্ড যেটি কিনা করোনার প্রকোপে স্থগিত হয়ে গিয়েছিল।

স্থানীয় গণোমাধ্যমের বরাত দিয়ে আরও জানা যায়, নিউজিল্যান্ড বোর্ড আশা করছে অতি শীঘ্রই ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তারা সিরিজ আয়োজন করতে পারবে।