বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বাংলাদেশের সফর নিয়ে এখনও আশাবাদী এসএলসি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:26 বৃহস্পতিবার, 24 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

অনিশ্চয়তা কাটছে না বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সফর নিয়ে। সিরিজকে সামনে রেখে বাংলাদেশের জন্য ইতোমধ্যেই বেশ কিছু নীতিমালা বেধে দিয়েছে লঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।  

এসএলসির তরফ থেকে পাওয়া বিধিনিষেধ মেনে সফরে যাওয়া সম্ভব নয় বলে ইতোমধ্যেই লঙ্কা বোর্ডকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কা বোর্ডের তরফ থেকেও উত্তর আসে সফরকালীন বিধিনিষেধগুলো কঠোরভাবে অবশ্যই পালন করতে হবে বাংলাদেশকে।

কোনো অবস্থাতেই বিধিনিষেধ শিথিল করার সুযোগ নেই। এমনকি হুশিয়ারি দিয়ে বলা হয়েছে বাংলাদেশ যদি বিধিনিষেধ মানতে না পারে তাহলে সিরিজটি স্থগিত করে দেবে এসএলসি।

ফলে আপাতদৃষ্টিতে বোঝা যাচ্ছে স্থগিত হতে যাচ্ছে টাইগারদের লঙ্কা সফর। কেননা বিসিবি বস সাফ জানিয়ে দিয়েছেন এসএলসির বেধে দেয়া বিধিনিষেধ মেনে ক্রিকেট সম্ভব নয়।

কিন্তু এতো কিছুর পরও সিরিজটি নিয়ে এখনও আশায় রয়েছেন লঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা। তিনি আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের দেয়া নীতিমালা বিবেচনা করবে এবং যথাসময়ে সিরিজটি খেলতে শ্রীলঙ্কায় পৌছাবে।

মোহন ডি সিলভা বলেন, 'বাংলাদেশ তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসার কথা। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। আমরা তাদের চাহিদাগুলো পাঠিয়েছে। কিন্তু আপনারা জানেন, দেশ হিসেবে আমরা এই মহামারী নিয়ন্ত্রণে রাখতে খুবই সফল হয়েছে। সে জন্য কঠোর স্বাস্থ্য নির্দেশিকা মানতে হচ্ছে আমাদের।'

'আমি ধন্যবাদ জানাতে চাই কতৃপক্ষকে যারা কিনা এই মহামারির মধ্যেও আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আমাদের সঙ্গে একমত হয়েছেন। আমরা তাদের (বিসিবি) সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি এবং আমরা নিশ্চিত তাঁরা এসব বিষয়গুলো নিয়ে বোঝাপড়া করছি। আশা করছি আমরা এটার সমাধান করতে পারব। আশা করছি খুব দেরি না করেই বাংলাদেশ দল শ্রীলঙ্কা আসবে।'

এর আগে লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, 'কোভিড টাস্কফোর্স থেকে আমরা যেই বার্তাই না কেনো, সেটা আমরা বিসিবিকে পাঠাবো। টাস্কফোর্সের নির্দেশিকা যদি তাঁরা মানতে প্রস্তুত না থাকে, তাহলে সিরিজটি আমাদের স্থগিত করতে হবে এবং আগামী বছর বা পরের বছর সিরিজটি আয়োজনের চিন্তা করবো।'

এদিকে সিরিজকে সামনে রেখে ইতোমধ্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। প্রাথমিক দল ঘোষণা করে ক্রিকেটারদের তিনবার করোনা পরীক্ষা করিয়েছে বিসিবি। সেই সঙ্গে আবাসিক ক্যাম্প শুরু করেছে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্কিল ক্যাম্প শুরুর আগেই ক্রিকেটারদের বায়ো-বাবল বা জৈব সুরক্ষা বলয়ে আবদ্ধ করা হয়। এমনকি ক্রিকেটারদের হোটেল থেকে মাঠে আসার সময়ও বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।