বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিলো শ্রীলঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:57 বৃহস্পতিবার, 24 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

লঙ্কা সফর নিয়ে অবসান ঘটছে না জল্পনা কল্পনার। লঙ্কা ক্রিকেট বোর্ডের বেধে দেয়া গাইডলাইন মানা সম্ভব নয় বলে ইতোমধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অপেক্ষা ছিল এসএলসির তরফ থেকে উত্তর পাবার।

অবশেষে এলো সেই উত্তর। লঙ্কা বোর্ডের তরফ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে বাংলাদেশকে সিরিজটি খেলতে হলে তাদের দেয়া বিধিনিষেধ মেনেই খেলতে হবে। সেখানে ন্যুনতম ছাড় দেয়া হবে না।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। জানিয়েছেন বাংলাদেশ বিধিনিষেধ মানতে না পারলে সিরিজটি স্থগিত করে দেবার চিন্তা করছেন তারা।

ডি সিলভা বলেন, 'কোভিড টাস্কফোর্স থেকে আমরা যেই বার্তাই না কেনো, সেটা আমরা বিসিবিকে পাঠাবো। টাস্কফোর্সের নির্দেশিকা যদি তাঁরা মানতে প্রস্তুত না থাকে, তাহলে সিরিজটি আমাদের স্থগিত করতে হবে এবং আগামী বছর বা পরের বছর সিরিজটি আয়োজনের চিন্তা করবো।'

এর আগে, নানা শর্ত মেনে বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে যাবে না, বিসিবি সভাপতি নাজমুল হাসানের এই ঘোষণার পর দুই বোর্ডই অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য উঠেপড়ে লেগেছিল। যদিও সমাধান আসেনি।

শ্রীলঙ্কার কোভিড-১৯ টাস্কফোর্স বাংলাদেশের সফর নিয়ে কোনো আশাব্যঞ্জক সমাধান দিতে পারেনি। বরং বাংলাদেশকে নানা ছাড় দিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার যে ফর্মুলায় এসএলসি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়েছিল, সেটি আবার খারিজ করে দিয়েছে কভিড টাস্কফোর্স।

বাংলাদেশ অবশ্য সফরটি নিয়ে বেশ জোরেশোরে প্রস্তুতি নিচ্ছিল। এরই প্রাথমিক দল ঘোষণা করে ক্রিকেটারদের তিনবার করোনা পরীক্ষা করিয়েছে বিসিবি। সেই সঙ্গে আবাসিক ক্যাম্প শুরু করেছে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্কিল ক্যাম্প শুরুর আগেই ক্রিকেটারদের বায়ো-বাবল বা জৈব সুরক্ষা বলয়ে আবদ্ধ করা হয়। এমনকি ক্রিকেটারদের হোটেল থেকে মাঠে আসার সময়ও বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।