ক্রিকেটারের অবসর

ক্রিকেটকে বিদায় জানালেন উমর গুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:19 বৃহস্পতিবার, 24 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানি পেসার উমর গুল। আসন্ন জাতীয় টি-টোয়েন্টি লিগের মধ্য দিয়ে ১৯ বছরের বর্ণিল ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি।

ক্রিকেট থেকে অবসর নিয়ে গুল নাম লেখাতে চান কোচিং পেশায়। স্থানীয় গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন গুল। সেই সঙ্গে কোচিংয়ের লেভেল থ্রি করার ইচ্ছে রয়েছে তার।

গুল বলেন, 'আমি এখনই নিশ্চিত করে বলতে পারি না, তবে আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার পরে আমি কোচিংয়ে নামতে পারি। ইতিমধ্যে আমি লেভেল ওয়ান এবং টু'এর কোচিং কোর্স করেছি এবং ভবিষ্যতে লেভেল থ্রি করার জন্যও আগ্রহী।'

পাকিস্তানের জার্সি গায়ে ২০০৩ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন গুল। একই বছরের আগস্টে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে তার অভিষেক হয়। আর ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে তার অভিষেক ঘটে।

ক্যারিয়ারের বেশিরভাগ সময় ইনজুরিতে থাকা এই পেসার পাকিস্তানের হয়ে খেলেছেন ৪৭টি টেস্ট, ১৩০টি ওয়ানডে এবং ৬০টি টি-টোয়েন্টি। পাকিস্তানের জার্সি গায়ে সর্বশেষ তাকে দেখা গেছে ২০১৬ সালে।

পাকিস্তানের হয়ে অভিষেকের পর ১৩ বছরে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে উমর গুল নিজের ঝুলিতে পরেছেন সর্বমোট ৪২৭টি উইকেট। এর ভেতর টেস্টে তার উইকেট সংখ্যা ১৬৩টি, ওয়ানডেতে ১৭৯টি এবং টি-টোয়েন্টিতে ৮৫টি।

সেরা বোলিং ফিগার তার দেখার মতো। টেস্টে এক ম্যাচে তার সেরা বোলিং ফিগার ৯/১৬৪, আর ইনিংসে ৬/১৩৫। ওয়ানডেতে তার সেরা বোলিং ৬/৪২ এবং টি-টোয়েন্টিতে ৫/৬।