আইপিএল

ফিলিপ দারুণ ফিনিশার হয়ে উঠবেন, বিশ্বাস ফিঞ্চের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:17 বৃহস্পতিবার, 24 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান জন ফিলিপ এবার আইপিএলে খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। মূলত টপ অর্ডার ব্যাটসম্যান হলেও বেঙ্গালুরুতে তার ভূমিকা ফিনিশার।

দলটির ওপেনার অ্যারন ফিঞ্চ মনে করেন দারুণ ফিনিশার হয়ে ওঠার সম্ভাবনা আছে ফিলিপের। তার প্রতিভার কারণেই এমনটা মনে করেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের এই অধিনায়ক।

ফিঞ্চ বলেছেন, 'অবশ্যই সে একজন ফিনিশার হয়ে উঠতে পারে। আমি মনে করি সে অনেক প্রতিভাবান এবং যেকোনো রোলে নিজেকে মানিয়ে নিতে পারবে। আমরা দেখেছি বিগব্যাশে কিভাবে সে টপ অর্ডারে সফল হয়েছে এবং জিনিসটা এমনই।'

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে প্রথম ম্যাচে লম্বা সময় ব্যাটিংয়ের সুযোগ পাননি ফিলিপ। মাত্র ১ রান করে অপরাজিত ছিলেন তিনি। যদিও ২৩ ইনিংসে টপ অর্ডারে খেলে তার রান ৬৬২। স্ট্রাইক রেটটা ১৩৫.৩৭।

৩৩ ইনিংসের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ফিলিপ ১০ বার মিডল অর্ডারে ব্যাট করেছেন, রান করেছেন ১৩৭। মিডল অর্ডারে তুলনামূলক সফল না হলেও মাঠের চতুর্দিকে শট খেলার সক্ষমতাই ফিলিপকে অনন্য করে তুলেছে ফিঞ্চের চোখে।

তিনি বলেন, 'সে এমন একজন যে মাঠের চারদিকে শট খেলতে পারে। তার অনেক প্রতিভা আছে এবং তার অনেক স্কিল আছে। আমি মনে করি প্রতিটি রোলেই মানিয়ে নেয়ার জন্য তাকে যথেষ্ট সময় পাবে। আমার বিশ্বাস সে উন্নতি করতে পারবে।'