পাকিস্তান ক্রিকেট

প্রতিষ্ঠিত হতে হলে টেস্ট খেলতে হবে: মিসবাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:41 বৃহস্পতিবার, 24 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের চেয়ে টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দেয়ার পক্ষে মিসবাহ উল হক। পাকিস্তানের প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের মতে ক্রিকেটার হিসেবে সুখ্যাতি পেতে হলে টেস্ট ক্রিকেটের বিকল্প নেই।

যুগে যুগে অনেক তারকা ক্রিকেটারের জন্ম দিয়েছে পাকিস্তান। যাদের মধ্যে রয়েছে মোহাম্মদ ইউসুফ, ইউনিস খান, ওয়াসিম আকরামদের মতো কিংবদন্তীরা। এই ক্রিকেটারদের প্রত্যেকেই টেস্ট ফরম্যাটে নিজেদের প্রতিষ্ঠিত  করেছেন। তাই তাঁদেরকে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন সাবেক অধিনায়ক মিসবাহ।

এক সাক্ষাৎকারে মিসবাহ বলেন, 'মানুষ মনে রাখবে মোহাম্মদ ইউসুফ কতগুলো সেঞ্চুরি করেছে, ইউনিস খান ১০ হাজার রান করেছে কিংবা ওয়াসিম আকরাম ৪১৪ টেস্ট উইকেট নিয়েছে। আপনি যদি ক্রিকেট বিশ্ব নিজের নাম প্রতিষ্ঠিত করতে চান তাহলে অবশ্যই আপনাকে টেস্ট খেলতে হবে। আমরা খেলোয়াড়দের আরো বেশি উৎসাহিত করছি দীর্ঘ পরিসরের ক্রিকেটে খেলার জন্য।' 

তবে টেস্টে নিয়মিত সুযোগ পেতে হলে যে ঘরোয়া ক্রিকেটেও ভালো খেলতে হবে সেটিও উল্লেখ করেছেন মিসবাহ। ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রমাণ করতে পারলে তিন ফরম্যাটেই নিয়মিত হতে পারবেন ক্রিকেটাররা বলে বিশ্বাস করেন পাকিস্তানের প্রধান নির্বাচক এবং কোচ।

মিসবাহর ভাষ্যমতে, 'দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটের জন্য ঘরোয়া ক্রিকেট একটি বিনিয়োগ স্বরূপ। আপনি যদি ঘরোয়া ক্রিকেটে খেলেন তাহলে ক্যারিয়ার লম্বা করতে পারবেন এবং টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেট সহজ হবে আপনার জন্য।' 

গত বছর একাধারে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ এবং প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেয়া হয় মিসবাহ উল হককে। তবে চলতি বছর তাঁকে একটি দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার গুঞ্জন উঠলেও এখন পর্যন্ত দুটি পদেই বহাল রয়েছেন তিনি।