আইপিএল

আইপিএলে রোহিতের ছক্কার ডাবল সেঞ্চুরি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:34 বুধবার, 23 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) দারুণ এক মাইলফলকে নাম লিখিয়েছেন রোহিত শর্মা। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ২০০ ছক্কার রেকর্ড গড়েছেন তিনি।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ৫৪ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে এই মাইলফলকে নাম লেখান রোহিত। এই ইনিংসে ৬টি ছক্কা এসেছে এই ওপেনারের ব্যাট থেকে। সঙ্গে তিনি মেরেছেন ৩টি চার।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ৩২৬টি ছক্কা মারার রেকর্ড রয়েছে ক্রিস গেইলের। প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স মেরেছেন ২১৪টি ছক্কা। এছাড়া মহেন্দ্র সিং ধোনির ঝুলিতে রয়েছে ২১২টি আইপিএল ছক্কা।

ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ভারতীয় ব্যাটসম্যান রোহিতই। সব মিলিয়ে রোহিতের ছক্কার সংখ্যা ৩৬৭টি।

এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় হলেন সুরেশ রায়না (৩১১)। সব মিলিয়ে ছক্কার রেকর্ডে শীর্ষে আছেন গেইল। ঘরোয়া ও আন্তর্জাতিক টি-২০ মিলিয়ে ৯৭৮টি ছক্কা মেরেছেন গেইল। প্রথম ক্রিকেটার হিসেবে ১ ছক্কার রেকর্ড গড়ার সামনে দাঁড়িয়ে আছেন এই ব্যাটিং দানব।