আইপিএল

স্যামসনে মুগ্ধ স্মিথ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:01 বুধবার, 23 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচে সঞ্জু স্যামসন ৩২ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। এমন ইনিংস মন কেড়েছে রাজস্থান দলপতি স্টিভ স্মিথের।

তিনি মনে করেন স্যামসন এবারের আইপিএলে নিজেকে আরও ভালোভাবে প্রমাণ করতে পারবেন। বিশেষ করে স্যামসনের পাওয়ার হিটিং ক্ষমতা এবং ফিটনেসের প্রতি মনোযোগ নজর কেড়েছে স্মিথের।

এ প্রসঙ্গে রাজস্থান দলপতি বলেন, 'আমরা জানি সে বড় রান করতে পারে এবং সঞ্জু যেভাবে খেলেছে এটাই তার কাজ। আশা করি সে আইপিএলের বড় পারফর্মার হবে।'

স্যামসন এক পাশে ঝড়ো ব্যাটিং করলেও স্মিথ নিজে ছিলেন ধীরস্থির। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তার লক্ষ্য ছিল স্যামসনকে সঙ্গ দেয়া। সেটা ভালোভাবে করতে পেরেই আনন্দিত তিনি।

স্মিথের ভাষ্য, 'সে খেলাটি ছিনিয়ে নিয়েছে। সে দারুণ কিছু ছক্কা মেরেছে এবং সে ইতিবাচক ছিল। আমার রোল ছিল তস্কে স্ট্রাইক দেয়া। অন্যদিকে সে মেরে খেলার চেষ্টা করেছে। তাকে সেটা করতে দিতে পেরেছি এবং সে সফল হয়েছে।'

চেন্নাইয়ের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে ১০ রানের জয় দিয়ে আইপিএলে শুভ সূচনা করেছে রাজস্থান। স্মিথের বিশ্বাস আইপিএলে সবচেয়ে কম বয়সী হিসেবে ১ হাজার রান করা স্যামসনই তাদের তুরুপের তাস হবেন।