বাংলাদেশ ক্রিকেট

শ্রীলঙ্কা সিরিজের সঙ্গে ঘরোয়া ক্রিকেট ফেরাবে বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:06 বুধবার, 23 সেপ্টেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

লঙ্কা সিরিজ নিয়ে এখনও ধোঁয়াশায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধোঁয়াশার ভেতরই ঘরোয়া ক্রিকেট ফেরাতে তোরজোড় শুরু করেছে বিসিবি। বিসিবির এই তোরজোড় দেখে অনেকেই ভেবেছিলেন লঙ্কা সফর স্থগিত হলে ঘরোয়া ক্রিকেট দিয়ে দেশের ক্রিকেট ফেরাবে বোর্ড।

কিন্তু এমন ভাবনা ভুল প্রমাণ করে দিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। জানালেন যেকোনো একটি নয় বরং দুটি বিষয় নিয়েই পরিকল্পনা করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি। জাতীয় দলের শ্রীলঙ্কা সফরের পাশাপাশি দেশের ঘরোয়া ক্রিকেট ফেরাতে বদ্ধপরিকর বিসিবি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান নিজামউদ্দিন চৌধুরী।

বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমাদের অন্য পরিকল্পনাও আছে। সেক্ষেত্রে সিদ্ধান্তটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমাদের কিন্তু এখনো পরিকল্পনা আছে যে আমরা উভয় বিষয় নিয়েই সামনে আগাব। আমরা যদি এই সিরিজটাও করি তারপরেও আমাদের ঘরোয়া ক্রিকেট লিগ করার পরিকল্পনা রয়েছে।’

'আমাদের কিছু অভ্যন্তরীণ পরিকল্পনা তো আছে অবশ্যই। যদি আমরা এই সিরিজ নিয়ে পরিকল্পনা না করি তাহলে আমাদের অন্য পরিকল্পনা তো আছেই। সেক্ষেত্রে আমরা খেলোয়াড়দের অনুশীলনটা কন্টিনিউ করবো।'

গেল মার্চে করোনার তোপে বন্ধ হয়ে গিয়েছিল ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। প্রথম রাউন্ডের পরই সেটি বন্ধ করে দেয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে এই ডিপিএল দিয়েই ঘরোয়া ক্রিকেটে ফিরবে বাংলাদেশ।