আবাসিক ক্যাম্প

করোনায় আক্রান্ত রাহি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:08 বুধবার, 23 সেপ্টেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

শ্রীলঙ্কা সফরের আগে ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ দলের ক্রিকেটারদের তৃতীয়বারের মতো করোনার পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন মোট ২৭ জন ক্রিকেটারের করোনা পরীক্ষা হয়।

এর মধ্যে ২৬ জন ক্রিকেটারেরই ফলাফল নেগেটিভ এসেছে। পিএসআর ল্যাবে টেস্টের পর জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি জানিয়েছেন, রাহিকে আইসোলেশনে রাখা হয়েছে এবং কোভিড-১৯ প্রটোকলের সকল নিয়ম কানুন মানা হচ্ছে। 

তিনি বলেছেন, 'পেস বোলার আবু জায়েদ রাহি কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। কোভিড গাইডলাইন অনুযায়ী তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আইসোলেশনে পাঠানো হয়েছে। আমরা তাকে আবারও পরীক্ষা করাবো।'

বাংলাদেশ দল এবারই প্রথমবারের মতো প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে থেকে আবাসিক ক্যাম্প শুরু করেছে। সেখান থেকে মাঠে আসা পর্যন্ত সব ধরনের সুরক্ষা নিশ্চিত করেছে বিসিবি। দুদিন আগেই একজন ক্রিকেটারের শরিরে করোনা ভাইরসের উপসর্গ পাওয়া গিয়েছিল। তার সংস্পর্শে আসা ১০ জন ক্রিকেটারকে আইসোলেশনে পাঠিয়েছিল বিসিবি।