আইপিএল ২০২০

করোনাযোদ্ধাদের সন্মানে নাম পরিবর্তন করলেন কোহলি-চাহাল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:16 সোমবার, 21 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

#মাইকোভিডহিরোস ক্যাম্পেইনের অংশ হিসেবে করোনাযোদ্ধাদের প্রতি সন্মানার্থে টুইটারে নিজেদের নাম পরিবর্তন করে করোনা যোদ্ধাদের নাম দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের দলপতি বিরাট কোহলি এবং স্পিনার জুজবেন্দ্র চাহাল। নিজের নাম পরিবর্তন করে কোহলি দিয়েছেন সিমরানজিত সিং এবং চাহাল পরিবর্তন করে দিয়েছেন ডা. নায়েক।

করোনাযোদ্ধা সিমরানজিত সিং একজন শারীরিক প্রতিবন্ধী। এই করোনাকালে করোনা বিপর্যস্ত মানুষদের জন্য ৯৮ হাজার রুপি দান করেছেন। আর ডা. নায়েক একজন চিকিৎসক যিনি করোনা রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন।

এদিকে একইভাবে নিজের নাম পরিবর্তন করেন সতীর্থ ডি ভিলিয়ার্স। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভারতের করোনা হিরোদের সম্মানার্থে নিজের নাম পরিবর্তন করে পারিতোশ পান্ত রেখেছেন তিনি।

পান্ত নামের এই ব্যক্তি মূলত মুম্বাইয়ের একটি রেস্তোরার মালিক। করোনাভাইরাসের কারণে যখন গোটা দেশ লকডাউনে ছিল তখন ৩ হাজার পরিবারের খাদ্য সংস্থান করেছেন এই কোভিড 'হিরো'।

এর আগে ১৭ সেপ্টেম্বর আরসিবি দলপতি বিরাট কোহলি ঘোষণা দেন 'মাই কোভিড হিরোস' লেখা সম্বলিত জার্সি পড়ে আইপিএলের আসন্ন আসরে মাঠে নামবেন বেঙ্গালোরের ক্রিকেটাররা।

পুরো টুর্নামেন্ট জুড়ে 'মাই কোভিড হিরোস' লেখা সম্বলিত জার্সি পড়বেন দলটির ক্রিকেটাররা। এরপর টুর্নামেন্ট শেষে প্রথম ম্যাচের জার্সিগুলো নিলামে তোলা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ ভারতের করোনা তহবিলে প্রদান করা হবে।