আইপিএল ২০২০

কোহলির সামনে এলিট ক্লাবের হাতছানি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:35 সোমবার, 21 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

সোমবার (২১ সেপ্টেম্বর) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষের ম্যাচ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি বছরের আসর শুরু করতে যাচ্ছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর (আরসিবি)। এই ম্যাচে কোহলিকে হাতছানি দিচ্ছে অনন্য এক রেকর্ড। কেননা তার সম্ভাবনা রয়েছে দিয়ে ধোনি-গম্ভিরদের সঙ্গে এলিট ক্লাবে নাম লেখানোর।

হায়দারাবাদের বিপক্ষে এই ম্যাচটি জিতলে এটি হবে আরসিবির অধিনায়ক হিসেবে বিরাটের ৫০তম জয়। আর একই সঙ্গে তিনি প্রবেশ করবেন এলিট ক্লাবে।

আইপিএলে অধিনায়ক হিসেবে ৫০ বা তার বেশি জয়ের এই এলিট ক্লাবে এর আগে নাম লিখিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর এবং মুম্বাই ইন্ডিয়ান্সের দলপতি রোহিত শর্মা। চতুর্থ অধিনায়ক হিসেবে এই ক্লাবে প্রবেশের হাতছানি রয়েছে কোহলির সামনে।

এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয় পেয়েছেন চেন্নাই দলপতি মহেন্দ্র সিং ধোনি। এখন পর্যন্ত আইপিএলের ১৩টি আসরে ১০১ জয়ের দেখা পেয়েছেন ধোনি। গম্ভীর জয়ে পেয়েছেন ৭১ বার এবং রোহিত শর্মা ৬০ বার।

সেই সঙ্গে আরও একটি রেকর্ড রয়েছে কোহলির সামনে। আর মাত্র ১০টি ছক্কা মারলে কোহলি মালিক বনে যাবেন ২০০ ছক্কার। সেই সঙ্গে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ২০০ ছক্কার ক্লাবে নাম লেখাবেন গেইল, ডি ভিলিয়ার্স এবং ধোনির সঙ্গে।

আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কার মালিক ক্রিস গেইল। কিংস ইলেভেন পাঞ্জাবের এই ওপেনার গেল আসর পর্যন্ত হাঁকিয়েছেন ৩২৬টি ছয়। দ্বিতীয় অবস্থানে রয়েছেন কোহলির সতীর্থ ডি ভিলিয়ার্স (২১২), আর তৃতীয় অবস্থানে রয়েছেন চেন্নাই দলপতি মহেন্দ্রই সিং ধোনি (২০৯)।