বাংলাদেশ ক্রিকেট

বল ভেতরে ঢোকানো নিয়ে কাজ করছেন মুস্তাফিজ

নাহিয়ান আরেফিন

নাহিয়ান আরেফিন
প্রকাশের তারিখ: 18:59 সোমবার, 21 সেপ্টেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

২০১৫ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করেন জাতীয় দলের পেসার মুস্তাফিজির রহমান। নিজের অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট শিকারের পাশপাশি নাস্তানাবুদ করেছিলেন রায়না-ধোনিদের। সেই ম্যাচে তার বিধ্বংসী কাটারে বাংলাদেশ পেয়েছিল ৭৯ রানের দুর্দান্ত এক জয়।

সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তার বল বুঝতে শুরু করেছিলেন ব্যাটসম্যানরা। ফলে সাম্প্রতিক সময়ের ক্রিকেটে আগের সেই জ্বালাময়ী মুস্তাফিজকে যেন খুঁজে পাওয়া দায় হয়ে দাঁড়িয়েছে।

নিজের বোলিংয়ের উন্নতি করতে বোলিং গুরু ওটিস গিবসনের কাছ থেকে তালিম নিচ্ছেন বাঁহাতি এই পেসার। সেই মোতাবেক বল ভেতরে ঢোকানো নিয়ে বর্তমানে কাজ করছেন এই ২৫ বছর বয়সী ক্রিকেটার।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিসিবির এক ভিডিওতে মুস্তাফিজ বলেন, 'করোনার আগে গিবসন আমাকে কিছু গ্রিপ দেখিয়ে দিয়েছিল যে কী করলে বল ভেতরে ঢুকবে। ওটা নিয়ে কাজ করতেছিলাম, এখনো ভালো যাচ্ছে। আরও কাজ করতে হবে, ভালোভাবে কাজ করতে পারলে ভেতরে ঢোকানোটা তাড়াতাড়ি আয়ত্ব করতে পারবো।'

ক্যারিয়ারের শুরুতে তিন ফরম্যাটে দাপিয়ে বেড়ালেও ধীরে ধীরে যেন লাল বলের খেলা থেকে নিজেকে সরিয়ে নিতে থাকেন ফিজ। এমনকি একটা সময় 'শুধুই রঙিন পোশাকের ক্রিকেটার' তকমা লেগে গিয়েছিল তার গায়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লাল বলের কেন্দ্রীয় চুক্তিতেও নেই তিনি। তবে তিনি ফের নিয়মিত হতে চাচ্ছেন বাংলাদেশ টেস্ট দলে।

মুস্তাফিজ বলেন, 'আমিতো চাই সব ফরম্যাটে খেলতে। এখন চেষ্টা করছি ফিটনেস বলেন, বোলিং স্কিল বলেন কোন কাজগুলো করলে আমি সব ফরম্যাটে নিয়মই হতে পারি সেগুলো করার।'