ক্রিকেট দক্ষিণ আক্রিকা

নতুন টেস্ট অধিনায়কের খোঁজে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:36 সোমবার, 21 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি এবং টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসি। এরপর গুঞ্জন উঠে ডু প্লেসির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান এবং ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলপতি কুইন্টন ডি কক। সাদা বলের ক্রিকেটে দলপতির দায়িত্ব নেবার পাশাপাশি লাল বলেও দলকে নেতৃত্ব দেবেন ডি কক।

তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ মার্ক বাউচার। সাফ জানিয়ে দিয়েছেন ডি কক হচ্ছেন না টেস্ট অধিনায়ক। বাউচার জানান, এমনিতেই ডি ককের কাজের চাপ বেশি, তাই নতুন মুখের সন্ধান করছেন তারা।

সম্প্রতি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানান সাবেক এই ক্রিকেটার।

বাউচার বলেন, 'আমার কাছে মনে হয় কুইনির (কুইন্টন ডি কক) কাজের চাপ অনেক বেশি। সে টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলের দায়িত্ব নেবার পর বেশ ভালো ফলাফল পেয়েছি আমরা। তার সঙ্গে শেষ যখন কথা বলেছি তখন মনে হয়েছে তার ওপর চাপটা বেশি পড়ে যাচ্ছে।'

'আমরা টেস্টে অধিনায়কের দায়িত্ব দেবার জন্য নতুন কাউকে খুজছি। আপনি ইংল্যান্ডের দিকে তাকালে দেখতে পারবেন ইয়ন মরগানের টেস্ট দলের সাথে সম্পৃক্ততা নেই। শুধুমাত্র সাদা বলের খেলায় দলকে নেতৃত্ব দেন তিনি। যখন ইংল্যান্ড লাল বলের খেলা খেলে, তখন তিনি সাদা বল নিয়ে পরিকল্পনার অনেক সুযোগ পান। আর সুস্পষ্ট দিক নির্দেশনা দিতে সক্ষম হন।'

চলতি বছরের ফেব্রুয়ারিতে লাল বলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান ডু প্লেসি। এরপর মার্চ থেকে করোনার প্রভাবে বন্ধ হয়ে যায় ক্রিকেট। ফলে সে সময় সাদা পোশাকের অধিনায়কের দায়িত্ব বর্তাবে কার ওপর সে নিয়ে ভাবেনি টিম ম্যানেজম্যান্ট। তবে করোনার প্রভাব কাটিয়ে ক্রিকেট ফিরতে শুরু করায় সে বিষয়ে ভাবতে শুরু করেছেন তারা।