পাকিস্তান সুপার লিগ

পিএসএলের এক আসর শেষের আগেই আরেক আসরের প্রস্তুতি শুরু

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:16 শনিবার, 19 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনাভাইরাসের প্রকোপে চার ম্যাচ বাকি থাকতেই স্থগিত হয়ে গিয়েছিল চলতি বছরের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসরটি। করোনা বাঁধা পেরিয়ে মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্টটির বাকি অংশ। আগামী নভেম্বরে মাঠে গড়াচ্ছে পিএসএলের বাকি আসর।

কিন্তু পঞ্চম পর্ব শেষ হবার আগেই ষষ্ঠ সংস্করণের আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৫ সেপ্টেম্বরের ভেতর ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক গ্যারান্টি জমা দিতে বলেছে বোর্ড।

সম্প্রতি স্থানীয় সংবাদমাধ্যমে একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে জানা যায়।

সূত্রের বরাত দিয়ে জানা যায়, পঞ্চম আসরে দুটি ফ্র্যাঞ্চাইজি তাদের আর্থিক প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছেন। সেই কারণে এবারে আসন্ন আসর উপলক্ষ্যে আগে থেকেই আর্থিক গ্যারান্টি নিশ্চিত করতে চাইছে পিসিবি।

এদিকে করোনার প্রভাবে বাকি থাকা পঞ্চম আসরের পাঁচ ম্যাচের সময়সূচী ইতোমধ্যে প্রকাশ করেছে পিসিবি।

১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে মুলতান সুলতানস বনাম করাচি কিংসের মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচ। একই দিন প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি। এরপর ১৫ নভেম্বর দ্বিতীয় এলিমিনেটর মুখোমুখি হবে কোয়ালিফায়ারের পরাজয়ী দল এবং প্রথম এলিমিনেটরের বিজয়ী দল।

আর ১৭ নভেম্বর  ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে চলতি বছরের আসরটির। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।