আইপিএল

বুড়োদের সামলানোই বড় চ্যালেঞ্জ ধোনির!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:35 শুক্রবার, 18 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে অন্যতম অভিজ্ঞ দল নিয়ে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। এই অভিজ্ঞ দল সামলানোই মহেন্দ্র সিং ধোনির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমনটাই মনে করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার ও ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার।

তার ধারণা এবার ব্যাটিং-বোলিংয়ের চেয়ে দলটির ক্রিকেটারদের বয়সই চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। এর কারণ চেন্নাইয়ের খেলোয়াড়দের গড় বয়স ৩১! এই কারণে চেন্নাইকে বুড়োদের দল বলেও উপহাস করতে দেখা গেছে।

এ প্রসঙ্গে বাঙ্গার বলেছেন, ‘অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির অনেক অভিজ্ঞতা রয়েছে। তার দলেও সব অভিজ্ঞ খেলোয়াড়। কিন্তু সে মাঠে কীভাবে এসব অভিজ্ঞ খেলোয়াড়দের সাজাবে, তা দেখতে মুখিয়ে রয়েছি আমি। আমি মনে করি না, ব্যাটিং বা বোলিং নিয়ে তার সামনে আর কোনো চ্যালেঞ্জ থাকবে।’

ব্যাটে-বলে ধোনি-ডু প্লেসিরা নিজেদের উজার করে দিলেও ফিল্ডিংয়ে নিজেদের দুর্বলতার কথা অজানা নয় চেন্নাই দলপতি ধোনির। গত আসরে ফিল্ডিং দুর্বলতার কথা স্বীকার করে নিয়ে তিনি বলেছিলেন, এই কারণে হয়তো কিছু রান ছুটবে তার দলের।

ধোনি বলেছিলেন, ‘আমরা কখনও ফিল্ডিংয়ের দিক থেকে দুর্দান্ত দল হতে পারব না। তবে নিরাপদ ফিল্ডিং করতে পারব। হয়তো কিছু রান ছুটবে এদিক-সেদিকে। তবে ব্যাটিং-বোলিংয়ে আমাদের অভিজ্ঞতটা কাজে লাগবে।’