আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং

র‍্যাঙ্কিংয়ের দুইয়ে ওকস; লম্বা লাফ আর্চার এবং হ্যাজেলউডের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:28 বৃহস্পতিবার, 17 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অলরাউন্দার র‍্যাঙ্কিংয়ে বেন স্টোকসকে পেছনে ফেলেছেন তারই সতীর্থ ক্রিস ওকস। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুর্দান্ত অলরাউন্ড নৈপূণ্য দেখিয়ে ২৮১ পয়েন্ট নিয়ে ওকস উঠে এসেছেন র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে। আর দুই ধাপ পিছিয়ে স্টোকস অবস্থান করছেন চারে।

সেই সঙ্গে বোলিং র‍্যাঙ্কিংয়েও তিন ধাপ এগিয়েছেন এই ইংলিশ বোলার। ৬৭৫ পয়েন্ট নিয়ে বর্তমানে এই পেসারের অবস্থান র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে। এটি তার ক্যারিয়ার সেরা অবস্থান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওকস ডান হাতি এই অলরাউন্ডার বল হাতে নিয়েছেন ছয়টি উইকেট। এর ফলে তিনি উঠে এসেছেন বোলিং র‍্যাঙ্কিংয়ের চারে। সেই সঙ্গে ব্যাট হাতে করা ৮৯ রান তাকে নিয়ে গেছে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে।

দুইয়ে উঠে আসার ওসময় তিনি পেছনে ফেলেছেন তারই সতীর্থ বেন স্টোকসকে (২৭৬ পয়েন্ট)। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবী (৩০১ পয়েন্ট)। তিন পয়েন্টের ব্যবধানে তিন নম্বরে রয়েছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম। আর এক ধাপ পিছিয়ে পাঁচে রয়েছেন নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম (২৬৫)।

এদিকে বোলিং র‍্যাঙ্কিংয়ে অজি পেসার প্যাট কামিন্স এবং পাক পেসার মোহাম্মদ আমিরকে টপকে চারে উঠে এসেছেন ওকস। দুই ধাপ পিছিয়ে কামিন্সের বর্তমান অবস্থান ছয় এবং আমিরের সাত।

সাত ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা দশে প্রবেশ করেছেন অজি পেসার জশ হ্যাজেলউড। ৬৫৪ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের আটে রয়েছেন এই পেসার। লম্বা লাফ দিয়েছেন জফরা আর্চারও। ১৮ ধাপ এগিয়ে ৬৩৭ পয়েন্ট নিয়ে অবস্থান করছেন দশে।

সিরিজে দশ উইকেট নিয়ে ২১ নম্বরে অবস্থান করছেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা।

পরিবর্তন এসেছে ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও। ৩ ধাপ এগিয়ে সেরা দশে প্রবেশ করেছেন ইংলিশ টপ অর্ডার জনি বেয়ারস্টো। ৭৫৪ পয়েন্ট নিয়ে তার বর্তমান অবস্থান দশ। অপরদিকে দুই ধাপ পিছিয়ে আট নম্বরে রয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।

পাঁচ ধাপ এগিয়ে আয়ারল্যান্ডের পল স্টারলিংয়ের সঙ্গে যৌথভাবে ২৬ নম্বরে অবস্থান করছেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। ১১ ধাপ এগিয়ে ২৮ নম্বরে রয়েছেন অ্যালেক্স ক্যারি।

২০ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৬৩ নম্বরে অবস্থান করছেন অজি ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশেন। আর পুরো সিরিজে মোট ১৮৩ রান করে প্রথমবারের মতো সেরা ১০০তে প্রবেশ করেছেন ইংলিশ ব্যাটসম্যান স্যাম বিলিংস।