শাপাগিজা টুর্নামেন্ট

এক ম্যাচ খেলেই নিষিদ্ধ আফগান লিগের ফ্র‍্যাঞ্চাইজি মালিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:12 বুধবার, 16 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

আফগানিস্তানে চলছে তাদের ঘরোয়া আসর শাপাগিজা টি-টোয়েন্টি টুর্নামেন্ট ২০২০। গত ৬ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের পর্দা উঠেছে। এই লিগের এক ফ্র‍্যাঞ্চাইজি মালিককে নিষিদ্ধ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো শাপাগিজা টুর্নামেন্টের দল কাবুল ঈগলসের মালিক আব্দুল কাবুল আইয়ুবি দলটির হয়ে সেমিফাইনালের এক ম্যাচে খেলতে নেমে পড়েছিলেন। ৪০ বছর বয়সী এই মিডিয়াম পেসার ১ ওভার বোলিং করে ১৬ রান দেন সেই ম্যাচে।

এমন পারফরম্যান্সের পর তদন্তের সম্মুখীন হয়েছেন তিনি। তবে এজন্য তাকে নিষিদ্ধ করা হয়নি। তাকে নিষিদ্ধ করা হয়েছে একজন ধারাভাষ্যকারের সঙ্গে বাজে ব্যবহারের কারণে। এই বিষয়টি এক টুইট বার্তায় নিশ্চিত করেছে আফগান ক্রিকেট বোর্ড।

এসিবি জানিয়েছে, আইয়ুবিকে নিষিদ্ধ করার সঙ্গে ৩০ হাজার আফগান রুপি জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নীতিমালার ৯ এবং ১৮ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

শাপাগিজা টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট ছয়টি দল। ১৫ টি লিগ ম্যাচের সঙ্গে এই টুর্নামেন্টে রয়েছে দুটি কোয়ালিফায়ার এবং একটি এলিমিনেটর ম্যাচ। গ্রুপ পর্বে ৪ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কাবুল।