বিগ ব্যাশ

বিগ ব্যাশ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত আর্চারের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:16 মঙ্গলবার, 15 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ডিসেম্বরের ৩ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে বিগ ব্যাশ লিগের চলতি বছরের আসরটি। আর আসন্ন এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন ইংলিশ গতিতারকা জফরা আর্চার।

করোনার কারণে চলতি বছরে সিরিজ চলাকালীন প্রচুর পরিমাণ সময় বায়ো সুরক্ষিত পরিবেশে কাটাতে হয়েছে বলে পরিবারকে যথেষ্ট পরিমাণ সময় দিতে পারেননি আর্চার। তাই তাদের সময় দিতে ডিসেম্বরে কয়েক সপ্তাহ ছুটি নিচ্ছেন তিনি।

এদিকে ডিসেম্বরের ৩ তারিখ শুরু হচ্ছে বিগ ব্যাশ। ফলে স্বাভাবিকভাবে টুর্নামেন্টটিতে খেলা হচ্ছে না ২৫ বছর বয়সী এই পেসারের।

সম্প্রতি ফক্স স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে আর্চার বলেন, 'সত্যি কথা বলতে এটা (বায়ো সুরক্ষিত পরিবেশে লম্বা সময় থাকা) বেশ চ্যালেঞ্জিং ছিল। আমি জানি না আমার কি হবে যদি বছরের বাকিটা সময় আমি জৈব সুরক্ষিত পরিবেশে কাটাই। ডিসেম্বরে আমি সপ্তাহ খানেক ছুটি নিচ্ছি। আমার পরিবারকে পর্যাপ্ত সময় দেয়া দরকার।'

'পরিবারকে সময় দেয়া খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। বিশেষ করে সামনে থেকে তাদের না দেখে থাকাটা খুবই কষ্টকর। তাই আমি মনে করি আমার তাদের সময় দেয়া উচিৎ।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজ শেষ করে আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাবেন আর্চার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বায়ো সুরক্ষিত পরিবেশে রয়েছেন আর্চার। থাকবেন আইপিএল শেষ হওয়া পর্যন্ত।

বিবিএলে হোবার্ট হারিকেনসের হয়ে তিন মৌসুমে খেলেছিলেন আর্চার। ২৮ ম্যাচে ৭.৬৯ ইকোনোমি রেটে উইকেট শিকার করেছেন ৩৫টি।