বাংলাদেশ ক্রিকেট

ক্রিকেট ফেরাতে পথের সন্ধানে বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:14 সোমবার, 14 সেপ্টেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

করোনার প্রকোপ শুরু হওয়ায় এবারের ঢাকা প্রিমিয়ার লিগের খেলা প্রথম রাউন্ডের পরই স্থগিত করা হয়। করোনার পেটে চলে গিয়েছে বছরের প্রায় ছয়টি মাস। চলতি মৌসুমের বাংলাদেশ ক্রিকেট লিগ, জাতীয় ক্রিকেট লিগের মতো আসরগুলো এখন পর্যন্ত আয়োজন করা সম্ভব হয়নি। লম্বা সময় পেরিয়ে যাওয়ায় খুব দ্রুতই ঘরোয়া ক্রিকেট আয়োজনের ভাবনায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের শ্রীলঙ্কা সফর অনিশ্চয়তায় পড়ে যাওয়ায় ভাগ্য খুলে যেতে পারে ঘরোয়া ক্রিকেটের। সোমবার (১৪ সেপ্টেম্বর) কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বড় পরিসরে ঘরোয়া লিগগুলো আয়োজন করা না গেলেও, সীমিত পরিসরে হলেও তা আয়োজন করতে রাজি বিসিবি। মোট কথা করোনার মাঝেই দেশে ক্রিকেট ফিরিয়ে আনার পথ খুঁজে বেড়াচ্ছে বোর্ড। নিয়ন্ত্রণের মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই করা হবে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক নাইমুর রহমান দুর্জয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুর্জয় বলেন, 'ঘরোয়া লিগ বলতে ঢাকা প্রিমিয়ার লিগ বা বিপিএল, বিসিএল এভাবে চিন্তা না করে এখন যেহেতু একটা বায়ো সিকিউরিটির ব্যাপার আছে সেহেতু আমাদের বোর্ডের একটা প্রস্তুতির ব্যাপার আছে।

'বোর্ডের নিয়ন্ত্রণে আছে যেসব সেসব আয়োজন করতে পারি। আপনারাও জানেন ক্লাবগুলোর জন্য এখন কঠিন, আমরা কোয়াবের পক্ষ থেকেও যোগাযোগ করেছি। সেক্ষেত্রে যদি কর্পোরেট হাউজগুলো এগিয়ে আসে সম্ভবত কর্পোরেট লিগ হতে পারে,' আরও যোগ করেন তিনি।

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের জন্য বেশ কয়েকটি শর্ত দিয়েছে এসএলসি। বিসিবি অবশ্য এসব শর্ত মেনে সফর করতে নারাজ। এমন অবস্থায় ঘরোয়া ক্রিকেট ফেরানোর পরিকল্পনায় বিসিবি সভাপতি জানিয়েছেন, পারিপার্শ্বিকতা মাথায় রেখে নিজেদের সাধ্যমতো কিছু আয়োজন করা হবে।

নাজমুল হাসান বলেন, 'আমরা ক্রিকেট ফিরিয়ে নিয়ে আসব। নিজেরা ঘরোয়া ক্রিকেট শুরু করব, এখনই। কী করব, এখনই বলছি না। কিছু তো একটা করবই। ক্রিকেট আমরা মাঠে ফেরাব। খুব শিগগিরই। এখন কোচিং স্টাফরা আছে, ওরা থেকে যাবে। ছেলেরা এতদিন খেলার বাইরে, ওদের খেলার মধ্যে নিয়ে আসব।'

'একেবারে ওইরকম বড় কিছু করতে পারব না, সব ক্লাব ম্যানেজ করতে পারব না, তবে যতটুকু ম্যানেজ করতে পারব, সেটাই আমরা করব। ৪০ জন ক্রিকেটার নিয়ে হতে পারে বা ৬০ জন, যতটুকু আমরা নিয়ন্ত্রণ করতে পারি, করব। করোনাভাইরাস পরিস্থিতিতে ক্রিকেটার ও সবার নিরাপত্তাও আমাদের দেখতে হবে। তবে খেলা মাঠে গড়াবে অবশ্যই' আরও যোগ করেন তিনি।