বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

শ্রীলঙ্কার দেওয়া শর্ত ক্রিকেট ইতিহাসে বিরল: পাপন

নাহিয়ান আরেফিন

নাহিয়ান আরেফিন
প্রকাশের তারিখ: 16:56 সোমবার, 14 সেপ্টেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশ জাতীয় দলের আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বেশ কিছু নীতিমালা পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এ সকল নীতিমালার ভেতর অন্যতম হল বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন, খেলোয়াড়সহ ৩০ জনের বেশি যেতে পারবে না সফরে, থাকছে না কোনো অনুশীলনের সুযোগ।

লঙ্কান বোর্ডের বেধে দেয়া এসকল নিয়ম কানুনগুলোকে ইতিহাসে বিরল হিসেবে আখ্যায়িত করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বোর্ডে লঙ্কা সফর সম্পর্কিত এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন বিসিবি বস।

পাপন বলেন, 'ওরা যেই নিয়ম কানুন বেধে দিয়েছে এটা ইতিহাসে বিরল। এটা দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্ভব না। এই খবরটাই ওদের দিতে চাই। আমাদের প্রথম ম্যাসেজ এটা।'

'তারা যেটা দিয়েছে সেটা দিয়ে ক্রিকেট খেলা সম্ভব না। এবং আমরা যাচ্ছি না। আমরা বলে দিয়েছি এভাবে খেলা সম্ভব না। অপেক্ষার আর কিছু নাই। আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। তারা এর ভেতর জানালে তো জানালোই। আর আমরা অন্যান্য পরিকল্পনা নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছি।'

তিনি আরও বলেন, 'নেট প্র্যাক্টিসের জন্য বোলার নিয়ে যাওয়া লাগবে না আমার? থ্রোয়ার লাগবে, মেডিক্যাল টিম লাগবে। সে হিসেব করলে তো ১১ জন খেলোয়াড়ই আমি নিতে পারবো কিনা সন্দেহ আছে। মানে এরা যে বলছে কি সেটাই আমি বুঝতে পারছি না।'

তবে আলোচনার পথ এখনও খোলা রয়েছে বলে জানান বিসিবির সভাপতি। দ্রুত যদি শ্রীলঙ্কা বিসিবির সিদ্ধান্তের প্রেক্ষিতে কিছু জানায় তখন আলোচনায় বসে সব কিছু চূড়ান্ত করার কথা বলেন তিনি।

পাপন এ প্রসঙ্গে বলেন, 'তারা যদি বলে আচ্ছা আসেন আলাপ আলোচনা করি, কি কি মানা যায় না যায়। তখন আমরা বলবো কি কি শর্ত রয়েছে, কি কি শিথিল করতে হবে। সেটা পরে আলাপ আলোচনার মাধ্যমে হতে পারে। কিন্তু এই অবস্থায় খেলা হবে না এটা তাদের বোঝা উচিৎ।'

চলতি মাসের শেষ দিকে লঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল মুমিনুল এন্ড কোং-এর। অক্টোবরের ২৪ তারিখ থেকে ক্যান্ডিতে শুরু হবার কথা রয়েছে প্রথম টেস্টের।