বিশ্ব ক্রিকেট

ধোনির মতো হতে চান মিলার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:33 সোমবার, 14 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বর্তমান বিশ্বের অন্যতম মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলার। এই প্রোটিয়া ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির দারুণ ভক্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার লক্ষ্য ধোনির মতো একজন ফিনিশার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।

ধোনি যেভাবে চাপের মুখে শান্ত থেকে ব্যাটিং করেন। সেভাবে নিজেকেও তৈরি করতে চান মিলার। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রায় এক দশক ধরে খেলছেন তিনি। অনেক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে একা হাতে ম্যাচ জিতিয়েছেন। তবুও নিজেকে ধোনির কাতারে রাখছেন না তিনি।

এ প্রসঙ্গে মিলার বলেছেন, 'ধোনি যেভাবে খেলে, তার খেলার ধরণ আমার দারুণ ভালো লাগে। তার শান্ত স্বভাবের কারণে তাকে পছন্দ করি। এভাবে খেলতে আমি ভালোবাসি। আপনি দেখবেন সে সবসময় শান্ত থাকে। সে যেভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে সেটা দারুণ। আমি তার এই জিনিসটি উপভোগ করি। আমিও সেভাবে মাঠে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করি।'

রান তাড়া করার সময় ধোনি যেভাবে নিজের শক্তি এবং দুর্বলতা নিয়ন্ত্রণ করেন সেটার প্রশংসা করেছেন মিলার। রান তাড়া করতে নেমে ধোনির বিশেষ কিছু ইনিংসে দারুণ মুগ্ধ হয়েছেন এই প্রোটিয়া তারকা। মিলার জানিয়েছেন, তিনিও ধোনির মতো একজন ফিনিশার হয়ে উঠতে চান।

এই প্রোটিয়া ব্যাটসম্যান বলেন, 'রান তাড়া করার সময় তার শক্তি ও দুর্বলতাগুলো দারুণভাবে নিয়ন্ত্রণ করে। আমিও সেটাই করার চেষ্টা করি। তার কিছু রান তাড়া করার ইনিংস তো ভয়ঙ্কর। আমি তখন ভাবি তার মতো ব্যাটিং করতে চাই। সে যেভাবে ম্যাচ শেষ করে মাঠ ছাড়ে, আমিও তেমন হতে চাই।'

মিলার আরও বলেন, 'আমি নিজেকে ওই ক্যাটাগরিতে রাখছি না। দেখা যাক, আমার ক্যারিয়ার কোথায় থামে। তখন বিচার করা যাবে। অবশ্যই ধোনি অন্যতম সেরা একজন ফিনিশার এবং সে সেটা বহুবার প্রমাণ করেছে। আমি তার খেলা খুব ভালোবাসি। তবে আমাদের সবারই কৌশল আলাদা।