বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

আগামীকালই আসতে পারে শ্রীলঙ্কা সিরিজের সিদ্ধান্ত

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 20:16 রবিবার, 13 সেপ্টেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেই সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কার বিমান ধরার কথা ছিল জাতীয় দল এবং হাই পারফরম্যান্স (এইচপি) দলের। সপ্তাহখানেক আগেও নিশ্চিত ছিল ২১ সেপ্টেম্বর এই সফরকে সামনে রেখে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের দলগত অনুশীলন শুরু হবে। এর আগে ১৯ জুলাই থেকে ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা করে দিলেও, তা ছিল ব্যক্তিগত অনুশীলন।

লম্বা সময় পর বাংলাদেশের ক্রিকেট ক্রিকেট মাঠে ফেরা নিয়ে যে অপেক্ষা ছিল, তাতে দেখা দিয়েছিল শঙ্কা। যদিও সেই শঙ্কা দূর করতে আসন্ন সফরের আনুষ্ঠানিক স্বাস্থ্য নীতিমালা বিসিবিকে পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তবে সেখানে এসএলসি শর্ত বেঁধে দিয়েছে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের।

এছাড়াও থাকছে টাইগার বহরে সদস্য সংখ্যা কমিয়ে আনার নীতিমালাও। জাতীয় দল ও এইচপি দল মিলিয়ে সর্বমোট ৬৫ জনের বহর লঙ্কান বিমানে চড়ার কথা থাকলেও লঙ্কান ক্রিকেট বোর্ড সেটি বাতিল করে দিয়েছে।

তারা জানিয়েছে, শুধু জাতীয় দলের সঙ্গে কর্মকর্তাসহ সর্বোচ্চ ৩০ সদস্য সফর করতে পারবেন শ্রীলঙ্কায়। শেষ পর্যন্ত এই নীতিমালা মানতে হলে এইচপিকে ছাড়াই যেতে হতে পারে জাতীয় দলকে।

মূলত প্রস্তুতির লক্ষ্যেই একমাস আগে শ্রীলঙ্কায় যেতে চেয়েছিল জাতীয় দল ও এইচপি ইউনিট। যেখানে একসাথে অনুশীলনের পাশাপাশি নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচও খেলার কথা ছিল।

এসএলসি এসব নির্দেশনা দিলেও এখনই অবশ্য সবকিছু মেনে নিচ্ছেনা বিসিবি। দুই বোর্ডের মধ্যে দফায় দফায় চলছে আলোচনা।

এদিকে শ্রীলঙ্কা সফর নিয়ে ঘোষণা আসতে পারে আগামীকাল। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সোমবার (১৪ সেপ্টেম্বর) বিসিবি কার্যালয়ে এসে এই বিষয়ে বৈঠক করবেন। এরপরই জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। বিশ্বস্ত একটি সুত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে রবিবার (১৩ সেপ্টেম্বর) আসন্ন সফর নিয়ে আলোচনা করতে বিসিবিতে এসেছিলেন বিসিবির এইচপি ইউনিটের প্রধান নাইমুর রহমান দূর্জয়, বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সহ ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরম খান এবং গেম ডেভেলপমেন্টের খালেদ মাহমুদ সুজন। যদিও আসন্ন সফরের কোয়ারেন্টাইন জটিলতার সমস্যার সমাধান না হওয়ার বৈঠক শেষ না করেই চলে গেছেন তাঁরা।

ক্রিকফ্রেঞ্জিকে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, 'আজ আমাদের বৈঠক ছিল কিন্তু তা শেষ করতে পারিনি। আগামীকাল আবারও বৈঠক হবে। আমরা শুনেছি ১৪ দিনের কোয়ারেন্টাইনের বিষয়টি। দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। সিরিজ নিশ্চিত না হওয়া পর্যন্ত কোন কিছু সিদ্ধান্ত নিতে পারছি না।'

বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাইমুর রহমান দুর্জয় বলেন, 'দুই বোর্ড এখনো পর্যন্ত একমত হয়েছে ৭ দিনের কোয়ারেন্টাইন। শ্রীলঙ্কান স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা বলছে ১৪ দিনের কোয়ারেন্টাইন। একই সাথে আগে যেটা ছিল কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় আমরা অনুশীলন করতে পারবো কিন্তু এখন সেটাতেও নিষেধ আসছে। কাজেই আমরা আমাদেরগুলো তাদের জানাচ্ছি।'

'এটা শ্রীলঙ্কা বোর্ডের নিয়ন্ত্রণে না, স্বাস্থ্য মন্ত্রণালয়, আর্মি অনেক ব্যাপার আছে। সফরে সদস্য সংখ্যাও কমানোর চিন্তা ভাবনা চলছে। সেটাও একটা ইস্যু। সেখানে আমরা আরও বাড়ানোর প্রস্তাব দিচ্ছি' আরও যোগ করেন তিনি।

এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম দুটি টেস্ট ক্যান্ডিতে এবং শেষ টেস্ট কলম্বোতে অনুষ্ঠিত হবে। এর আগে হাই পারফরম্যান্স দলের বিপক্ষে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। যদিও শ্রীলঙ্কা এখনও সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেনি।