বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিসিবির অগ্রাধিকারে টেস্ট সিরিজ

নাহিয়ান আরেফিন

নাহিয়ান আরেফিন
প্রকাশের তারিখ: 18:12 রবিবার, 13 সেপ্টেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জাতীয় দলের সঙ্গে হাই পারফরম্যান্স ইউনিটকে (এইচপি) লঙ্কায় উড়িয়ে নেবার কথা রয়েছে। সেই মোতাবেক জাতীয় দলের সদস্য সহ মোট ৬৫ জনের বহর নিয়ে শ্রীলঙ্কা যাবার প্রস্তাবনা দিয়েছে বিসিবি।

তামিম-মুমিনুলদের সাহায্যের পাশাপাশি শ্রীলঙ্কার ইমার্জিং দলের সঙ্গে বাংলাদেশ এইচপি দলের সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। সে জন্যই এইচপি দলকে সঙ্গে নিতে আগ্রহী বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

কিন্তু বিসিবির সেই প্রস্তাব বাতিল করে দিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা। তারা সাফ জানিয়ে দিয়েছে সর্বমোট ৩০ জনের বেশি কোনো অবস্থাতেই সফরের জন্য অনুমতি দেয়া হবে না।

ফলে স্বাভাবিকভাবেই এইচপি দলের সঙ্গে যাওয়া নিয়ে তৈরী হয়েছে সংশয়। তবে আসন্ন লঙ্কা সফরে বিসিবির আগ্রাধিকার থাকছে জাতীয় দলের টেস্ট সিরিজটি। এইচপি দলেরটা পরে হলেও যে কোনো মূল্যে টেস্ট সিরিজটি চায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি।

জাতীয় দলের এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় রবিবার (১৩ সেপ্টেম্বর) বিসিবির এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন।

দুর্জয় বলেন, 'এইচপির ট্যুরটাতো আলাদা, অগ্রাধিকার তো পাবে জাতীয় দলের সফর। কারণ এইচপির যে আমাদের ক্যাম্প সেটা আমরা এখন করতে পারবো পরেও করতে পারবো।'

'কিন্তু জাতীয় দলের যে সফর সেখানে কিছুটা লিমিটেশন আছে যে আপনারা জানেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যাপার আছে। সেক্ষেত্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের সাথে যদি আমরা যদি এই উইন্ডোটা মিস করি তাহলে নতুন উইন্দো বা স্লট বের করা কঠিন হবে। সুতরাং জাতীয় দলের টেস্ট সিরিজটা অগ্রাধিকার পাবে।'

সিরিজ নিয়ে শঙ্কায় না থাকলেও বেশ আশাবাদী সাবেক এই ক্রিকেটার। দুই দেশের বোর্ডের সমঝোতায় সিরিজটি মাঠে গড়াবে বলে আশা করেন তিনি।

এ প্রসঙ্গে দুর্জয় বলেন, 'শঙ্কা না, আসলে আপনি খেলতে চাচ্ছেন কিন্তু খেলার পরিবেশটাতো থাকতে হবে। সেই পরিবেশটা তৈরি এবং সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে যেন আমরা খেলতে পারি।'

'৬-৭ মাস খেলার বাইরে সেক্ষত্রে টেস্ট ম্যাচ খেলাটা , সেই টেস্টের প্রস্তুতিটাও ঠিকঠাক আমরা করতে না পারি সেটাতো কঠিন হবে। আমরা দুই বোর্ডই আন্তরিক আছি সবকিছু ঠিকঠাক করে যেন মাঠে নামতে পারি।'

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে বিমান ধরবে বাংলাদেশ জাতীয় দল। অক্টোবরের ২৪ তারিখ শুরু হবার কথা রয়েক্সছে সিরিজের প্রথম টেস্টটির।