বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

বল এখন বিসিবির কোর্টে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:04 রবিবার, 13 সেপ্টেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

শ্রীলঙ্কা সফর ঘনিয়ে আসছে, যদিও এই সফরটি নিয়ে জটিলতা কাটছে না। শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনেই আসন্ন এই সফরে যেতে হবে বাংলাদেশকে। ইতোমধ্যে সরকারি নীতিমালা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠিয়েছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) নীতিমালা পাঠানোর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির এইচপি ইউনিটের প্রধান নাইমুর রহমান দূর্জয়। এখনও এইচপি দলকে নিয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি।

এ প্রসঙ্গে দূর্জয় বলেছেন, 'জাতীয় দল এবং এইচপির যে শ্রীলঙ্কাতে একসাথে খেলার আমাদের যে পরিকল্পনা সেটায় এখনো আমরা আছি। শ্রীলঙ্কা বোর্ড ও আমাদের বোর্ড অনেক ক্ষেত্রে একমত ছিল সেখানে শ্রীলঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় কিছু অবজারভেশন দিয়েছে। যার কারণে আমাদের একটু ধীরে এগোতে হচ্ছে। যোগাযোগটা আরও বাড়াতে হচ্ছে আজকেও আমরা বসেছিলাম। অবজারভেশনগুলো পাওয়ার পর বসেছি, আমরা আবার আমাদের অবজারভেশনগুলো তাদেরকে দিব।'

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নীতিমালা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। বিসিবির চাওয়া শ্রীলঙ্কায় পৌঁছে ৭ দিনের কোয়ারেন্টাইন। তবে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় ১৪ দিনের কোয়ারেন্টাইনের সময় কমাতে চাইছে না। এ ছাড়া কোয়ারেন্টাইনের সময় অনুশীলন করারও বিধি নিষেধ আরোপ করেছে তারা। এগুলো নিয়েই নিজেদের মতামত জানাবে বিসিবি।

দূর্জয় বলেছেন, 'দুই বোর্ড এখনো পর্যন্ত একমত হয়েছে ৭ দিনের কোয়ারেন্টাইন। শ্রীলঙ্কান স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা বলছে ১৪ দিনের কোয়ারেন্টাইন। একই সাথে আগে যেটা ছিল কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় আমরা অনুশীলন করতে পারবো কিন্তু এখন সেটাতেও নিষেধ আছে। কাজেই আমরা আমাদের অবজারভেশনগুলো তাদের জানাচ্ছি। এটা শ্রীলঙ্কা বোর্ডের নিয়ন্ত্রণে না, স্বাস্থ্য মন্ত্রণালয়, আর্মি অনেক ব্যাপার আছে। সফরে সদস্য সংখ্যাও কমানোর চিন্তা ভাবনা করছে। সেটাও একটা ইস্যু। সেখানে আমরা আরু বাড়ানোর অবজারভেশন দিচ্ছি।'

এদিকে শ্রীলঙ্কান বোর্ডের চিফ অপারেটিং অফিসার অ্যাশলি ডি সিলভা দেশটির গণমাধ্যম সানডে অবজারভারকে নীতিমালা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্থানীয় সরকারের সঙ্গে আলোচনা করে বিসিবিকে স্বাস্থ্যবিষয়ক নীতিমালা পাঠানো হয়েছে।

ডি সিলভা বলেন, 'আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিষয়ক নীতিমালা পেয়েছি। সেটা আমরা গতকালই পাঠিয়ে দিয়েছি। এখন এই নীতিমালা ভালো করে বুঝেশুনে বিসিবিকে আমাদের জানাতে হবে। তাদের প্রস্তুতির বিষয়টিও অবশ্যই আমাদের অবহিত করতে হবে।'

শ্রীলঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় দলের সঙ্গে কর্মকর্তাসহ সর্বোচ্চ ৩০ সদস্য এই সফরে শ্রীলঙ্কায় যেতে পারবেন। ফলে এইচপি দলকে নিয়ে শ্রীলঙ্কা যাওয়ার ব্যাপারে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ডি সিলভা আরও জানিয়েছেন, তারা বিসিবির উত্তরের অপেক্ষায় আছেন।