পরিসংখ্যান ভিত্তিক পর্যালোচনা

ক্যারিয়ারের শেষটা বাজে ছিল শচিন-ব্র্যাডম্যান-রিচার্ডসদের!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:43 রবিবার, 13 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট ক্রিকেটে সর্বাধিক ৫১ সেঞ্চুরির মালিক শচিন টেন্ডুলকার এবং ঐতিহাসিক ৯৯.৯৪ গড়ের মালিক স্যার ডন ব্র্যাডম্যান। অথচ এদের টেস্ট ক্যারিয়ারের শেষটা ছিল বাজে! লাইনটি পড়ে বিস্ময় জাগলেও ইএসপিনক্রিকইনফোর প্রতিবেদনে অনন্ত নারায়নন বিশ্লেষণ করে বের করেছেন এমনটাই!

নিজের বিশ্লেষণধর্মী লেখায় অনন্ত ওয়েটেড ব্যাটিং এভারেজ নিয়ে কাজ করেছেন। ব্যাটসম্যানদের ক্যারিয়ারের শেষ দশভাগ টেস্টের ওয়েটেড ব্যাটিং এভারেজ ও ক্যারিয়ারের শুরুর দিকের ওয়েটেড ব্যাটিং এভারেজের রেশিও বের করেছেন তিনি।

আর এই রেশিও যদি ৭৫ শতাংশের নিচে থাকে তাহলে সেই ক্রিকেটারের ক্যারিয়ারের শেষটা বাজে হয়েছে বলে প্রতিবেদনে মন্তব্য করেন তিনি।

এই রেশিও যদি ৭৫ থেকে একশ শতাংশের মধ্যে হয় তাহলে সেই ক্রিকেটারের ক্যারিয়ারের 'ভালোভাবে' শেষ হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আর যদি সেই ক্রিকেটারের এমন রেশিও একশ ছাড়িয়ে যায় তাহলে তার ক্যারিয়ার 'দুর্দান্তভাবে' শেষ হয়েছে বলে লিখেছেন তিনি।

ক্যারিয়ারের শেষ দশভাগ টেস্ট বলতে অন্তত পাঁচটি টেস্ট খেলা ব্যাটসম্যানও যেমন আছেন (ব্র্যাডম্যান), ঠিক তেমনি সর্বাধিক ২০টি টেস্ট খেলা শচিনও এই তালিকায় আছেন। যে সকল ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে কমপক্ষে ছয় হাজার রান করেছেন- তাদেরকে এই পরিসংখ্যানে বিবেচনা করা হয়েছে।

ব্যাটসম্যানদের ক্যারিয়ারের শেষ দশভাগ টেস্টের ওয়েটেড ব্যাটিং এভারেজ ও ক্যারিয়ারের শুরুর দিকের ওয়েটেড ব্যাটিং এভারেজের রেশিও বের করে দেখা যায় সেটা শচিন (৬৪.৩%), ব্র্যাডম্যান (৬৫.৩%), ইয়ান বেল (৩৯.২%), বিরেন্দর শেবাগ (৫৮.১%), ভিভ রিচার্ডস (৬৭.৪%), অ্যালিস্টার কুক (৬৯.৮%), রিকি পন্টিং (৭০.৪%), জাভেদ মিয়াদাদ (৭৪.১%), কেভিন পিটারসেন (৭২.৭%) ও গ্রায়েম স্মিথদের (৭৪.৭%) ক্ষেত্রে ৭৫ এর কম।

অর্থাৎ অনন্তের হিসেবে এরা প্রত্যেকেই বাজেভাবে ক্যারিয়ার শেষ করেছেন! তালিকায় আরও আছে ইনজামাম উল হক (৫৮.৬%), ম্যাথু হেইডেন (৫৪.৯%), সনাথ জয়সুরিয়া (৫২.২%), গ্যারি সোবার্স (৬৩.৪%) মাইকেল ক্লার্কদের (৫৮.৫%) নাম।

ক্যারিয়ার 'ভালোভাবে' শেষ করতে পেরেছেন, অর্থাৎ ক্যারিয়ারের শেষ দশভাগ টেস্টের ওয়েটেড ব্যাটিং এভারেজ ও ক্যারিয়ারের শুরুর দিকের ওয়েটেড ব্যাটিং এভারেজের রেশিও ৭৫ থেকে একশ শতাংশে- এই তালিকায় নাম আছে কয়েকজনের।

তারা হলেন জিওফ বয়কট (৭৮.৫%), গ্রাহাম গুচ (৭৯.৩%), ইউনিস খান (৭৯.৮%), মাইক আথারটন (৮০.৯%), সৌরভ গাঙ্গুলি (৮২.৪%), শিবনারায়ন চন্দরপল (৮২.৬%), জাস্টিন ল্যাঙ্গার (৮২.৯%), এবি ডি ভিলিয়ার্স (৮৫.০%), রাহুল দ্রাবিড় (৮৫.৯%), ব্রেন্ডন ম্যাককালাম (৮৬.০%), অ্যান্ড্রু স্ট্রস (৮৬.৬%), ব্রায়ান লারা (৮৬.৬%), মাহেলা জয়াবর্ধনে (৮৬.৮%), ভিভিএস লক্ষন (৮৭.৮%), ক্রিস গেইল (৮৯.০%), মার্ক ওয়াহ (৮৯.৯%), অ্যালান বর্ডার (৯৪.১%), জ্যাক ক্যালিস (৯৪.৬%), ক্লাইভ লয়েড (৯৬.৩%) ও গ্রেগ চ্যাপেল (৯৯.৪%)।

এই পরিসংখ্যানে দুর্দান্তভাবে ক্যারিয়ার শেষ করেছেন যাদের এই রেশিও একশ'র বেশি। এরা হলেন গ্যারি কার্স্টেন (১৪৪.৬%), স্টিফেন ফ্লেমিং (১৩৯.২%), কুমার সাঙ্গাকারা (১২০.৮%), স্টিভ ওয়াহ (১২০.২%), মার্ক টেলর (১১৮.৩%), অরবিন্দ ডি সিলভা (১১১.১%), মাইক হাসি (১০৭.৯%) ও সুনিল গাভাস্কার (১০১.৪%)।