বাংলাদেশ ক্রিকেট

২৭ জনের সবাই শ্রীলঙ্কা যাচ্ছে না: নান্নু

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:39 শনিবার, 12 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ২৭ জন ক্রিকেটার নেবার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। করোনা ঝুঁকির কারণে অতিরিক্ত খেলোয়াড় নিয়ে লঙ্কার উদ্দেশ্যে বিমান ধরবে বাংলাদেশ।

কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু শোনালেন ভিন্ন কথা। জানালেন প্রাথমিক স্কোয়াডের ২৭ জনের সবাই যাচ্ছে না শ্রীলঙ্কা সফরে। দল ছোট করে আনা হবে সিরিজের আগেই।

শনিবার (১২ সেপ্টেম্বর) ইংরেজি দৈনিক নিউ এজকে এমনটাই জানান বিসিবির এই প্রধান নির্বাচক।

নান্নু বলেন, এই তালিকার সবাই শ্রীলঙ্কায় যাবে না। সরকারের কাছ থেকে অনুমতি নেয়া সাধারণ একটি চর্চা। আমরা আমরা প্রতি সিরিজের আগেই এটি নেই এবং স্কোয়াডের ভেতর থেকে উপযুক্ত খেলোয়াড় নিশ্চিত করি বাকিদের রেখে। কেননা কারো পরিবর্তন দরকার পড়লে তখন আবার কাগজি ঝামেলায় পড়তে হয় না।'

'২৭ জনের স্কোয়াড থেকে আমরা ২০ জনকে নিশ্চিত করবো লঙ্কা সফরের জন্য। কিন্তু চূড়ান্ত স্কোয়াড আমরা শ্রীলংকায় প্রস্তুতি ক্যাম্পের পর ঘোষণা করবো।'

এদিকে এর আগে বিসিবির অপারেশন্স কমিটির পরিচালক আকরাম খান ইঙ্গিত দিয়েছিলেন যে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজের জন্য দলটির আকারটি প্রচলিত ১৫ সদস্যের তুলনায় কিছুটা বড় হবে। বিমান, কোয়ারানটাইন এবং কোভিড-১৯ বিকল্পের বিষয়টি মাথায় রেখে স্কোয়াড নির্ধারিত হবে।

আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ২৭ জনের প্রাথমিক স্কোয়াড নির্বাচন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। তাদের নিয়েই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আবাসিক ক্যাম্পের আয়োজন করা হবে।

টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে স্কোয়াডে রয়েছেন তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, সৌম্য সরকার, ইমরুল কায়েস এবং নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে আছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

স্কোয়াডে আছেন মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী রাব্বি এবং নুরুল হাসান সোহানও। প্রাথমিক স্কোয়াডে থাকলেও মূল স্কোয়াডে মাহমুদউল্লাহর থাকা না থাকা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

স্পিনারদের মধ্যে জায়গা পেয়েছেন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান এবং সানজামুল ইসলাম। চারজন স্পিনার থাকলেও প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে এক ঝাঁক পেসার।

মুস্তাফিজুর রহমানের সঙ্গে ডাকা হয়েছে রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী এবং হাসান মাহমুদ।