বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

শ্রীলংকা সফরে সাত দিন কোয়ারেন্টাইন চায় বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:17 শনিবার, 12 সেপ্টেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

চলতি মাসের শেষ দিকে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা যাবার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। শ্রীলংকায় পা রেখেই করোনা মহামারীর কারণে বাংলাদেশ দলকে যেতে হবে কোয়ারেন্টিনে।

করোনা বিরতির পর ওয়েস্ট ইন্ডিজ যখন ইংল্যান্ড সফরে গিয়েছিল তখন তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে কাটাতে হয়েছে। একই নিয়ম ছিল পাকিস্তানের জন্যও। তাদের থেকে শিক্ষা নিয়ে শ্রীলংকা সরকারও বাংলাদেশ দলের জন্য ১৪ দিনের কোয়ারেন্টিন ঠিক করে দিয়েছিল।

কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আপ্রাণ চেষ্টা করছে সেই সময়কাল কমিয়ে আনতে। সেই মোতাবেক কিছুটা রাজিও করিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ডকে। বিসিবি জানিয়েছে টাইগারদের কোয়ারেন্টিনকাল হতে পারে সর্বোচ্চ ৭ দিনের। সেইভাবেই আলোচনা চালিয়ে যাচ্ছে দুই বোর্ড।

শনিবার (১২ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

নিজামউদ্দিন বলেন, 'শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড যতটা জানিয়েছে, সাতদিন হয়তো সর্বোচ্চ থাকতে হবে। সেভাবেই আলোচনা হচ্ছে। আমরা আশা করছি সাতদিনের মধ্যেই যদি সীমাবদ্ধ রাখা যায় তাহলে আমাদের যে পরিকল্পনা রয়েছে সেভাবেই এগোতে পারবো। এখন আমরা এই বিষয়ে কথা না বলি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ফিডব্যাক পেলে তারপর আমরা এই ব্যাপারে কথা বলি।'

'সর্বশেষ যখন আমাদের যোগাযোগ হয়েছে, তারা বলেছে সাতদিন আমাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর আমাদের যে নির্ধারিত প্রোগ্রাম আমরা তা করতে পারবো।'

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে লঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল। এরপর অক্টোবরের ২৪ তারিখ থেকে ক্যান্ডিতে গড়ানোর কথা রয়েছে সিরিজের প্রথম টেস্টের।