বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

শ্রীলংকা সফর নিয়ে এখনও ইতিবাচক বিসিবি

নাহিয়ান আরেফিন

নাহিয়ান আরেফিন
প্রকাশের তারিখ: 15:59 শনিবার, 12 সেপ্টেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

অক্টোবরের শেষ দিকে টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাবার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। হাতে আর মাত্র এক মাস থাকলেও এখনও শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) তরফ থেকে কোনো দিক নির্দেশনা পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখনও সিরিজটি নিয়ে আশা হারাচ্ছে না বিসিবি।

আনুষ্ঠানিক কিছু না জানানো হলেও প্রতিনিয়ত লঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ হচ্ছে বলে জানানো হয়েছে বিসিবির তরফ থেকে। শনিবার (১২ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

নিজামউদ্দিন বলেন, 'আপনারা জানেন যে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা যে বিস্তারিত তথ্যগুলোগুলো চেয়েছিলাম, সেগুলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে যে, তারা তাদের স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সেগুলো নিয়ে যোগাযোগ করছে।'

'প্রত্যেকটি দেশেই পরিবর্তিত পরিস্থিতি হচ্ছে বৈশ্বিক মহামারীর কারণে। শ্রীলংকাতেও বিভিন্ন নিয়ম কানুন জারি হয়েছে। আমাদের দল যখন সফর করবে, সেই কথা চিন্তা করে তারা বিষয়টিকে কতটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় সেই ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছে। ওভাবেই আমাদের জানাচ্ছে।'

সেই সঙ্গে বিসিবির এই প্রধান নির্বাহী আর জানান, সিরিজটিকে সামনে রেখে ইতোমধ্যেই পূর্বপ্রস্তুতি নেয়া শুরু করেছে বোর্ড। দেশে অনুশীলনের সূচী থেকে শুরু করে সফরকে কেন্দ্র করে তাদের কার্যক্রম চলছে।

নিজামউদ্দিন এ প্রসঙ্গে বলেন, 'আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। আমাদের প্রস্তুতি তো আর বন্ধ রাখা যাবে না। আমাদের ট্রাভেল বুকিং, আমাদের অনুশীলন পরিকল্পনা, ঢাকায় আমরা কবে থেকে অনুশীলন শুরু করবো এগুলো আমরা পরিকল্পনা করে রেখেছি। সেভাবেই আমাদের কার্যক্রম চলছে।'

শ্রীলংকা গিয়ে কোয়ারেন্টিনের সময় নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এখনও আমরা এই বিষয়ে চিন্তা করিনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড যতটা জানিয়েছে, সাতদিন হয়তো সর্বোচ্চ থাকতে হবে। সেভাবেই আলোচনা হচ্ছে। আমরা আশা করছি সাতদিনের মধ্যেই যদি সীমাবদ্ধ রাখা যায় তাহলে আমাদের যে পরিকল্পনা রয়েছে সেভাবেই এগোতে পারবো।'

'এখন আমরা এই বিষয়ে কথা না বলি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ফিডব্যাক পেলে তারপর আমরা এই ব্যাপারে কথা বলি। সর্বশেষ যখন আমাদের যোগাযোগ হয়েছে, তারা বলেছে সাতদিন আমাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর আমাদের যে নির্ধারিত প্রোগ্রাম আমরা তা করতে পারবো।'