শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ

শঙ্কায় বাংলাদেশের শ্রীলঙ্কা সফর!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 01:46 শনিবার, 12 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ দলের আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়ে এখনও শঙ্কা রয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝে এই সফরের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) তরফ থেকে কোন দিক নির্দেশনা পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

জৈব সুরক্ষিত পরিবেশের পরিকল্পনা ও কোয়ারেন্টাইন বিধিনিষেধ এমনকি আনুষ্ঠানিক সূচি এবং ভেন্যু সংক্রান্ত কোন তথ্যই আনুষ্ঠানিকভাবে পায়নি বিসিবি। এসবের মাঝে শ্রীলঙ্কার সুরক্ষা সংস্থাগুলো পরামর্শ দিয়েছে বাংলাদেশ দলকে পুরো যেন ১৪ দিনের কোয়ারেন্টাইনের রাখা হয়। যদিও এখনো লঙ্কান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। 

এসব বিভিন্ন সূত্রের মাধ্যমে শুনছে বিসিবি। সফরকারী দেশের বোর্ডের আনুষ্ঠানিক নির্দেশনা পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। এছাড়া শ্রীলঙ্কান সরকারের কড়া নির্দেশ বহিরাগতদের প্রবেশে মানতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইন। 

বিসিবি অবশ্য চেয়েছিল তামিম-মুশফিকদের কোয়ারেন্টাইন মেয়াদ শিথিল করতে। আনুষ্ঠানিক এ নিয়ে প্রস্তাব দিলেও শ্রীলঙ্কান বোর্ড এখনো জানায়নি কোন কিছুই। তবে বিসিবি জানতে পেরেছে, ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হলে, এসময়ে তাঁরা কোন প্রকার অনুশীলন করতে পারবেন না। পুরো সময়টাতেই থাকতে হবে যৌব সুরক্ষিত পরিবেশে। 

লঙ্কান বোর্ড থেকে এখনো আনুষ্ঠানিক গাইডলাইন না পাওয়ায় পুরো বিষয়টি নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে নারাজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।  ক্রিকেট ওয়েবসাইট 'ক্রিকবাজকে' আকরাম খান বলেন, 'হ্যাঁ, আমরা শুনেছি সুরক্ষা সংস্থাগুলো পরামর্শ দিয়েছে যে অনুশীলনের কোন ব্যবস্থা ছাড়াই আমাদের সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার।

'বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা আরও অনেক কিছুই শুনছি। কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে জৈব সুরক্ষা প্ল্যান ও ভ্রমণ নির্দেশনার বিষয়টি পরিষ্কার করছেনা। আমরা আসন্ন শ্রীলঙ্কা সফর সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত নেব কেবলমাত্র তাদের পরিকল্পনা ও সূচি যখন পাব। আশা করছি কয়েকদিনের মধ্যে সেটা পাচ্ছি'। আরও যোগ করেন তিনি। 

এ বছরের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা থাকলেও, করোনাভাইরাসের কারণে সিরিজটি পিছিয়ে যায়। নতুন সূচিতে এ বছরের অক্টোবরে সিরিজটি মাঠে গড়ানোর কথা রয়েছে। সে জন্য ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের।  আগামী ২৪ অক্টোবর প্রথম টেস্টে মাঠে গড়ানোর সম্ভাব্য সূচি।