ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ

সাদা বলের 'আন্ডাররেটেড' ক্রিকেটার জো রুট!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:12 শুক্রবার, 11 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়া জো রুট ডাক পেয়েছেন অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে। দলে ফিরে আসায় রুটকে নিয়ে বেশ আশাবাদী ইংল্যান্ডের ওয়ানডে দলপতি ইয়ন মরগান।

মরগান আশাবাদী সাম্প্রতিক সময়ের দুর্দান্ত ফর্ম দিয়ে ভালো কিছু করতে সক্ষম হবেন রুট। সম্প্রতি স্থানীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছে রুট। সেই সঙ্গে রুট সাদা বলে তার পারফরম্যান্স অনুযায়ী সম্মান পাননা বলেও দাবি করেন মরগান।

মরগান বলেন, জো বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং ইয়র্কশায়ারে দুর্দান্ত ফর্মে রয়েছেন। আশা করি তিনি এই সিরিজে এই ফর্মেই থাকবেন।'

'পুরো বিশ্বকাপ জুড়ে তিনি দেখিয়েছিলেন যে তিনি আমাদের কাছে কতটা মূল্যবান খেলোয়াড়। কিন্তু সাদা বলের ক্রিকেটে অনেক সময় তাকে নেয়া হয় না। তার ডট বল অবিশ্বাস্য রকম কম, অপরদিকে গড় বেশি, স্ট্রাইক রেটও বেশি। তিনটি নম্বর থেকে যা আপনি আশা পুরোটাই তার ভেতর রয়েছে।'

সম্প্রতি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৫ নম্বরে নেমে গেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে তাদের পূর্বের অবস্থানে ফিরে যেতে মরিয়া হয়ে রয়েছে দলটি।

মরগান আরও বলেন, 'আমরা মাঝেমধ্যে কিছু ভাল ক্রিকেট খেলেছি এবং মাঝেমধ্যে কিছু উদাসীন ক্রিকেটও খেলেছি। আমি মনে করি যে আমাদের সেরা একাদশকে চূড়ান্ত করা এবং আমাদের সেরা ১৫ জন।'