সিপিএল

কোচিং ক্যারিয়ারের উড়ন্ত সূচনায় উচ্ছ্বসিত ম্যাককালাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:02 শুক্রবার, 11 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

পেশাদার কোচিংয়ে এসে শুরুতেই সাফল্য পেয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের কোচিংয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজেদের চতুর্থ শিরোপা তুলে নিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। নতুন পেশায় শুরুতেই সাফল্যের ছোঁয়া পেয়ে উচ্ছ্বসিত ম্যাককালাম।

আসরে এক ম্যাচেও হারেনি ত্রিনবাগো। অর্থাৎ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে দলটি। পুরো কৃতিত্ব দলকেই দিচ্ছেন ম্যাককালাম।

সিপিএলের ফাইনাল শেষে তিনি বলেন, 'কোচ হিসেবে শুরুতেই এমন জয় বিশেষ কিছু! তারা অনেক পরিশ্রম করেছে। একে অপরের ভূমিকা সম্পর্কে ভালোভাবে জেনেছে।

সত্যি কথা বলতে আমাকে তেমন কিছুই করতে হয়নি। গত বছর যখন তারা তৃতীয় হয়েছিল, সেখান থেকেই তারা উদ্বুদ্ধ ছিল।'

ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে টস জিতে সেন্ট লুসিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান নাইট রাইডার্স দলপতি কাইরন পোলার্ড। এরপর ব্যাটিং করতে নেমে ৫ বল বাকি থাকতেই ১৫৪ রানে অলআউট হয় ড্যারেন স্যামির দল। 

১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার লেন্ডল সিমন্স এবং বাঁহাতি ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোর ব্যাটিং তান্ডবে ১১ বল হাতে রেখেই মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ত্রিনবাগো নাইট রাইডার্স।

চারটি ছক্কা এবং আটটি চারের সাহায্যে ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলেন সিমন্স। অপরদিকে ছয়টি ছক্কা এবং দুটি চারের মাধ্যমে ৪৭ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন ব্রাভো।

ম্যাককালাম আরও বলেন, 'পলি (পোলার্ড) ও ডিজে (ব্রাভো) দারুণ নেতৃত্ব দিয়েছে। তারা একইভাবে কাজ করেছে। কোচ হিসেবে আমার প্রথম বছরেই দারুণ ফিডব্যাক পেয়েছি দলের কাছ থেকে।

আমার কোথায় কোথায় উন্নতি করতে হবে সেটাও বুঝতে পেরেছি। এই বছর আমরা দলের সবাইকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছি, দলের সবাই সবাইকে সাহায্যও করেছি।'