বিগ ব্যাশ লিগ

বিগ ব্যাশে ইংলিশ ক্রিকেটারদের মিছিল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:08 মঙ্গলবার, 08 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের বিগ ব্যাশ লিগে ইংল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখা যেতে পারে। এদের অনেকেই বিগ ব্যাশে দল পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মেলবোর্ন স্টার্সের সঙ্গে যোগাযোগ চলছে ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টোর। আরেক ওপেনার জেসন রয়ও এবারের বিগ ব্যাশে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলের আস্থার প্রতীক ডেভিড মালানও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বিগ ব্যাশের একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। তিনি বলেন, 'একটি ক্লাবের সঙ্গে আমার কথা চলছে। এখনও প্রাথমিক পর্যায়ে কথা চলছে।

আশা করছি, এই ব্যাপারে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারব। তখন আমি সেই ক্লাবের নাম বলতে পারব। অবশ্য আমি আদৌ জানি না, নাম বলার অনুমতি আমি পাই কিনা!

চলতি বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকায় সীমিত ওভারের ম্যাচ খেলতে যাওয়ার কথা ইংল্যান্ডের। যদিও করোনার প্রকোপের কারণে সেই সিরিজটি এখনও নিশ্চিত নয়।

সেই সিরিজে অংশ না নিলে বা নিলেও বেশীরভাগ সময়ই হাতে পাচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা। এ কারণে তাদের সেই সময়ে ঘরে বসে না থেকে বিগ ব্যাশে খেলার পরামর্শ দেন ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক ইয়ন মরগান।

মরগান গত সপ্তাহে বলেছিলেন, 'কয়েকদিন পরই আইপিএল। আমাদের ভারত সফরও আছে। কয়েকজন ক্রিকেটারের তখন পুরোদমে বিগ ব্যাশে খেলার সুযোগ আছে এবং পরবর্তী আইপিএলে জায়গা করে নেয়ার সুযোগ আছে। তাই ঘরে বসে না থেকে এই সময় সাদা বলের কিছু ম্যাচ খেলা উচিত সবার।'

এদিকে জফরা আর্চারকে পুনরায় দলে ভেড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে বিগ ব্যাশের দল হোবার্ট হ্যরিকেনস। ইংল্যান্ড দলের বাইরে থাকা ওপেনার অ্যালেক্স হেলসকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী সিডনি থান্ডার।

ইতোমধ্যেই উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ব্যান্টনের সঙ্গে চুক্তি আছে ব্রিসবেন হিটের। এছাড়া টম কারানের সঙ্গে চুক্তি আছে সিডনি সিক্সার্সের। 

সুত্র: ইএসপিএন ক্রিকইনফো