বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

দুই ভাগে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করবে বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:03 মঙ্গলবার, 08 সেপ্টেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

আসন্ন শ্রীলঙ্কা সফরে ক্রিকেটারদের নিরাপত্তা ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা হবে বলে জানিয়েছেন দেবাশীষ চৌধুরী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসকের দেয়া তথ্য মতে করোনা সংক্রমণ রোধে সফর চলাকালীন ক্রিকেটারদের রাখা হবে জৈব সুরক্ষিত বলয়ের মধ্যে। 

চলতি মাসেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজটি অক্টোবরে শুরু হলেও করোনাকালে সার্বিক প্রস্তুতির জন্য আগেভাগেই দেশ ছাড়বে মুমিনুল হকের দল। এর আগে ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে তাঁদের নিরাপত্তার ব্যাপারে একটি ধারণা দিয়েছেন চিকিৎসক দেবাশীষ।

তিনি বলেন, 'আমরা আসন্ন শ্রীলঙ্কা সফরকে দুটি ভাগে ভাগ করেছি। একটি হলো ফরমাল, আরেকটি ইনফরমাল। সফরের প্রাথমিক পর্বটি হবে ইনফরমাল। এখানে শ্রীলঙ্কা কোনো প্রকার সাপোর্ট দিবে না। আমাদের নিজে থেকে সবকিছু ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ভাগে আমাদের জৈব সুরক্ষিত বলয় কিনতে হবে। শ্রীলঙ্কা আমাদের সাপোর্ট দিলেও আমাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে হবে।' 

প্রাথমিকভাবে সফরের খরচ বিসিবি বহন করলেও পরবর্তীতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এই দায়িত্ব নেবে বলেও জানিয়েছেন দেবাশীষ। তাঁর ভাষ্যমতে, 'যখন ফরমাল সফর শুরু হবে তখন তারা (শ্রীলঙ্কা) সবধরণের খরচ বহন করবে। আমাদের প্রাথমিক খরচ বহন করতে হবে, তবে শ্রীলঙ্কা সফরে যাওয়ার পর কি করবো সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি আমরা।' 

তবে শ্রীলঙ্কায় পৌঁছে ক্রিকেটারদের আইসোলেশন কিংবা কোয়ারেন্টাইনে থাকতে হবে কিনা এই প্রশ্নের জবাবে নিশ্চিত করে কিছু উল্লেখ করতে পারেননি বিসিবির এই চিকিৎসক।  

দেবাশীষ বলেছেন, 'আমরা এখন পর্যন্ত জানি যা আসলে কি করা হবে। আমরা কি কোয়ারেন্টাইনে থাকবো নাকি আইসোলেশনে থাকবো নাকি দেশটিতে পা রাখার পরে করোনা পরীক্ষা করাবো এসবের কিছুই এখনও ঠিক হয়নি।'