ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ

র‍্যাংকিংয়ের শীর্ষে উঠার হাতছানি ইংল্যান্ডের সামনে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:23 মঙ্গলবার, 08 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এরই মধ্যে ২-০ তে জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। তবে এরপরেও তাদের কাছে শেষ ম্যাচটি যথেষ্ট গুরুত্ববহ। কারণ এই ম্যাচে জিততে পারলেই আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষ স্থান দখলে নেবে ইংলিশরা।  

সাউদাম্পটনের রোজ বোলে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠেয় এই ম্যাচে তাই জয়ের লক্ষ্যেই নামবে ইংল্যান্ড। এই সিরিজ শুরুর আগে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের দুই নম্বরে অবস্থান ছিল ইংল্যান্ডের। আর শীর্ষে থেকেই সিরিজ শুরু করেছিল অস্ট্রেলিয়া।

সিরিজ শুরুর আগে সমীকরণটি এমন ছিল যে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারলে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে আসবে ইংল্যান্ড। তবে অন্তত একটি ম্যাচ জিতলেও আগের অবস্থানেই থাকতে পারবে ফিঞ্চবাহিনী। সেকারণে অস্ট্রেলিয়ার কাছেও আজকের ম্যাচটির গুরুত্ব কম নয়। 

সর্বশেষ আইসিসি র‍্যাংকিংয়ের আপডেট অনুযায়ী অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ২৭৩। তবে সিরিজের শেষ ম্যাচের পরই পরিবর্তন আসবে এই পয়েন্টে। একই সঙ্গে জানা যাবে টি-টোয়েন্টিতে শীর্ষ দল কারা। 

আজকের ম্যাচে ইংল্যান্ড জিতলে আরো ২টি রেটিং পয়েন্ট অর্জন করবে তারা। অপরদিকে ৩ রেটিং পয়েন্ট কমবে অস্ট্রেলিয়ার। সেক্ষেত্রে ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসবে স্বাগতিকরা। আর ২৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে নেমে যাবে ফিঞ্চের দল।