বাংলাদেশ সিরিজের জন্য আইপিএলে নেই ধর্মসেনা

ছবি: ছবি: বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে আম্পায়ারিং করা হচ্ছে না কুমার ধর্মসেনার। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে আম্পায়ারিং করতে তিনি আইপিএলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার ধর্মসেনা। আইপিএলেও তাকে নিয়মিতই আম্পায়ারিং করতে দেখা গেছে। যদিও এবার নিজ দেশের সিরিজ থাকায় আইপিএলে যোগ দেয়া হচ্ছে না তার।

এ প্রসঙ্গে ক্রিকেট শ্রীলঙ্কার পক্ষ থেকে বলা হয়েছে, 'আইসিসি ইতোমধ্যে কুমার ধর্মসেনা এবং রঞ্জন মাদুগালেকে ম্যাচ রেফারি হিসেবে অন্তর্ভূক্ত করে ৩১ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কা সিরিজে যুক্ত করেছে।'
তিন ম্যাচ টেস্ট সিরিজে ধর্মসেনার সঙ্গে রিজার্ভ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রুচিরা পালিয়াগুরুগে, লিনডন হানিবাল এবং প্রিগিত রাম্বুকেল্লা।
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। ২৪ অক্টোবর সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়ানোর কথা রয়েছে।