বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

সাকিবের ফেরায় মুমিনুলের স্বস্তি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:50 রবিবার, 06 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন শ্রীলঙ্কা সফরের মাঝামাঝি অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে পেতে যাচ্ছে বাংলাদেশ। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের ফেরায় স্বস্তি পেয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সেলের দ্বারা গেল বছরের ২৯ অক্টোবর দুই বছরের জন্য (এক বছরের স্থগিতাদেশ) নিষিদ্ধ হয়েছিলেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতোমধ্যে ক্রিকেটে ফেরার প্রস্তুতি নেয়া শুরু করেছেন তিনি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চলছে তার প্রত্যাবর্তনের প্রস্তুতি। যেখানে সর্বক্ষণ তাকে দিক নির্দেশনা দিচ্ছেন তার বাল্যকালের গুরু নাজমুল আবেদিন ফাহিম এবং কোচ সালাহউদ্দিন।

সব কিছু ঠিক থাকলে শ্রীলংকা সফরের দ্বিতীয় টেস্টে সাকিবকে দলে পাবে বাংলাদেশ। আর তার ফেরাটা বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি হিসেবে মনে করছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

সম্প্রতি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এমনটাই জানান মুমিনুল। সাকিবের একাদশে থাকাটা একটি ইতিবাচক বিষয় হিসেবে মানছেন এই দলপতি।

মুমিনুল বলেন, 'তার (সাকিব) ফিরে আসাটা বেশ স্বস্তিদায়ক। তরুণ অধিনায়ক হিসাবে আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি সিরিজের মাঝামাঝি সময়ে সাকিব ভাইকে দলে পাব।'

'এটি আমাদের জন্য একটি বড় সুযোগ কারণ এতে টেস্ট সিরিজে ভাল খেলার সম্ভাবনা তৈরি হবে। সেই সঙ্গে বাড়বে জেতার সম্ভাবনাও। তাই কোনও টেস্ট অধিনায়কের পক্ষে সাকিবের একাদশে ফিরে আসা একটি ইতিবাচক বিষয়।'

চলতি মাসের শেষ দিকে শ্রীলংকার উদ্দেশ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ। আর অক্টোবরের ২৪ তারিখ মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এদিকে একই মাসের ২৯ তারিখ ক্রিকেটে ফিরছেন সাকিব। ফলে দ্বিতীয় টেস্ট থেকে দলে থাকার সম্ভাবনা রয়েছে দেশ সেরা এই অলরাউন্ডারের।