যুব এশিয়া কাপ

এশিয়া কাপের আগে যুবাদের আরেকটি ক্যাম্প

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:39 রবিবার, 06 সেপ্টেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বর্তমানে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ক্যাম্প করছে যুব দলের ক্রিকেটাররা। এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আগে আরেকটি ক্যাম্পে যোগ দেবে যুবারা।

৪৭ সদস্য বিশিষ্ট দলের ক্যাম্প থেকে কয়েকটি প্রস্তুতি ম্যাচের পর বয়স ভিত্তিক দলের কোচদের মতামত নিয়ে ২৪ থেকে ২৬ জন ক্রিকেটার বাছাই করা হবে।

এরপর তাদের নিয়েই শুরু হবে আরেকটি ক্যাম্প। যুব এশিয়া কাপের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হবে তখনই। 

এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্টের সিনিয়র ন্যাশনাল ম্যানেজার এ.ই.ম কাওসার ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'ইয়ুথ ক্রিকেট লিগ থেকে আমরা ৪৫ জন ক্রিকেটারকে ডেকেছি। পরে আমরা এর সাথে আরও দুজন প্রতিভাবান ক্রিকেটার যোগ করেছি।

সবমিলিয়ে এখন ৪৭ জন ক্রিকেটার হলো। ১৮ সেপ্টেম্বরের পর আমরা সংখ্যাটা কমিয়ে ২৪-২৬ জনের মধ্যে নিয়ে আসব। এই ২৪-২৬ জন ক্রিকেটারকে আমরা আরেকটি ক্যাম্পে ডাকব। তারপর আমরা আমাদের স্কোয়াড নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করব।'  

আরব আমিরাতের মাটিতে যুব এশিয়া কাপের নবম আসর অনুষ্ঠিত হওয়ার কথা চলতি বছরের নভেম্বরে। আসরে অংশগ্রহণ করবে বাংলাদেশসহ মোট আটটি দল। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে যুবাদের এশিয়া কাপ।