ইংলিশ কাউন্টি

বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে বহিষ্কার অজি পেসার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:31 রবিবার, 06 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ইংলিশ কাউন্টি বব উইলস ট্রফিতে মিডলসেক্সের বিপক্ষে একটি ম্যাচে বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন সাসেক্সের অস্ট্রেলিয়ান পেসার মিচ ক্লেডন। ফলে ৩৭ বছর বয়সি এই পেসারকে বহিষ্কার করেছে সাসেক্স।

এক বিবৃতিতে সাসেক্স বলেছে, 'ইসিবির তদন্তে জানা যায়, মিডলসেক্সের বিপক্ষে আমাদের ম্যাচে বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন মিচ ক্লেডন। তাকে বহিষ্কার করা হয়েছে। এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না।'

মিডলসেক্সের বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে তিন উইকেট নেন ক্লেডন। একই ইনিংসে বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে দেখা গেছে তাঁকে।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ার পরই বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা আনে আইসিসি। বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করাও আইসিসির চোখে শাস্তিযোগ্য অপরাধ।

অভিজ্ঞ ফাস্ট বোলার ক্লেডন ১১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এছাড়া ১১০টি লিস্ট এ ম্যাচ ও ১৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তিন সংস্করণ মিলিয়ে ৬০৭টি উইকেট নিয়েছেন তিনি।