বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

শ্রীলঙ্কা সফরের গেম প্ল্যান নিয়ে ধারণা দিলেন গিবসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:15 শনিবার, 05 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে চলতি মাসের ২৭ তারিখ শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। এই সফরের আগে নিজেদের গেম প্ল্যান সম্পর্কে একটি সূক্ষ্ম ধারণা দিয়েছেন টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসন।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে গিবসন জানিয়েছেন শ্রীলঙ্কাতে অন্তত ২০ সদস্যের দল নিয়ে যেতে ইচ্ছুক তিনি। আর এই স্কোয়াডে কমপক্ষে ৫ জন পেসার থাকা উচিত বলেও মত প্রকাশ করেছেন সাবেক এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।

গিবসন বলেছেন, 'যদি আমরা ২০ জনকে বাছাই করি তাহলে সবাইকেই উপযুক্ত হতে হবে যেন সেরা একাদশ তৈরি করা যায়। আমরা ২০ জনের স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কা সফরে যেতে পারি। যেখানে অন্তত তিন, চার কিংবা পাঁচ জন পেস বোলার থাকবে।' 

কিছুদিন আগে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বেশ বড় স্কোয়াড নিয়েই সেই সফরে পাড়ি জমায় জেসন হোল্ডাররা। আসন্ন শ্রীলঙ্কা সফরে একই পন্থা অবলম্বন করতে চান ওটিস গিবসন। 

এই প্রসঙ্গে তিনি বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ কিছুদিন আগে ইংল্যান্ডে খেলতে গিয়েছিল ২০-২৫ জন ক্রিকেটার নিয়ে। আমি মনে করি যদি আমাদের ২০ জন ক্রিকেটার থাকে তাহলে আরো বেশি অপশন পাওয়া যাবে। আমি মনে করি না যে আমাদের ১৫ জনের স্কোয়াড গঠন করা উচিত।'

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তিন পেসার খেলানো সম্ভব হবে কিনা এই ব্যাপারে এখনই নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি গিবসন। কন্ডিশন এবং পারিপার্শ্বিক অবস্থা বুঝে কয়জন পেসার খেলানো হবে এই ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হবেন তিনি।

গিবসনের ভাষ্যমতে, 'যদি কন্ডিশন তিন জন পেসার খেলানোর মতো হয় তাহলে সেটাই করা হবে। আমি যদিও জানি না যে আমরা তিন পেসার খেলাতে পারবো কিনা। কিন্তু এই সফরে এর চেয়েও বেশি কিছু করতে পারি। তবে আপনি কখনোই কন্ডিশন না বুঝে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না।'