বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

লঙ্কা সিরিজের আগে পেসারদের ফিটনেসে নজর গিবসনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:11 শনিবার, 05 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার প্রভাবে লম্বা সময় ধরে ক্রিকেট থেকে দূরে রয়েছেন দেশের ক্রিকেটাররা। লকডাউনের প্রভাবে দীর্ঘ সময় বাসায় বসে থেকে স্বভাবতই ফিটনেসে কিছুটা হলেও প্রভাব পড়েছে জাতীয় দলের পেসারদের। আর তাই আসন্ন শ্রীলংকা সফরে পূর্বে বোলারদের ফিটনেস ফিরিয়ে আনতে বেশি জোর দেবার কথা বলেন টাইগারদের পেস বোলিং পরামর্শক ওটিস গিবসন।

সম্প্রতি ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে এমনটাই জানান বাংলাদেশের পেস বোলারদের এই গুরু। অনুশীলন ক্যাম্প শুরুর পর প্রথমের পেসারদের ফিটনেস ফিরিয়ে আনতে কাজ করবেন বলে জানান তিনি। 

গিবসন বলেন, 'আপনি জানেন যে লকডাউন সময়কালে ছেলেরা অনেকটা ফিটনেস নিয়ে কাজ করেছে। আমি জানি যে ছেলেরা বোলিংটা আগের মতো অনেকটাই ফিরে এসেছে। ঢাকা এবং শ্রীলঙ্কায় যখন আমরা ক্যাম্প করবো, তখন আগে ছেলেদের যথাসম্ভব ফিট করার চেষ্টা আমাদের প্রথম কাজ হিসেবে থাকবে।'

'তিনটি অনুশীলনের শিডিউল পেয়েছি আমরা যাতে নিশ্চিত হওয়া যায় যে সিরিজটির জন্য মূল খেলোয়াড়রা তাদের পর্যাপ্ত সময় পায়। সেই সঙ্গে টেস্টের জন্য মতো উপযুক্ত হতে পারে।'

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জুলাই-আগস্টে এক সপ্তাহব্যাপী একটি ক্যাম্প আয়োজনের কথা ভেবেছিল। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে সেটি বাতিল হয়ে যায়।

আগামী ২৪ অক্টোবর শ্রীলংকার ক্যান্ডিতে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে মুমিনুল এন্ড কোং। সিরিজটি খেলতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ।