অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজ

সহজ ম্যাচ কঠিন করে হারল অস্ট্রেলিয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:02 শনিবার, 05 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাউদাম্পটনে রুদ্ধশ্বাস একটি ক্রিকেট ম্যাচ প্রত্যক্ষ করেছেন দর্শকরা। এদিন সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ২ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ইংল্যান্ড। ফলে চতুর্থবারের মতো ২ বা তার কম রানে জয়ের নজীর গড়েছে ইংল্যান্ড। আর তৃতীয়বারের মতো ২ রানে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। 

অথচ ইংল্যান্ডের দেয়া ১৬৩ রানের লক্ষ্যে খেলতে নামার পর দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ফিঞ্চ যেভাবে শুরুটা করেছিলেন তাতে মনে হয়েছিল জয়টা যেন অনেকটা সময়ের ব্যাপার অস্ট্রেলিয়ার জন্য। উদ্বোধনীতে এই দুই ব্যাটসম্যান জুটি গড়েন ৯৮ রানের।

কিন্তু ৩২ বলে ৪৬ রান করা অধিনায়ক ফিঞ্চকে ক্রিস জর্ডানের হাতে ক্যাচ বানিয়ে ব্রেক থ্রু এনে দেন পেসার জফরা আর্চার। এরপরেই মূলত ছন্দ পতন হয় অস্ট্রেলিয়া শিবিরে। শেষ পর্যন্ত সহজ ম্যাচটি কঠিন করে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

২০ ওভারে ৬টি উইকেট হারালেও ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬০ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। ১৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকা অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ইনিংসের শেষ পর্যন্ত লড়াই করলেও হার এড়াতে পারেননি। 

অস্ট্রেলিয়ার পক্ষে ৪৭ বলে ৫৮ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন ওপেনার ওয়ার্নার। ৩২ বলে একটি ছক্কা এবং ৭টি চারের সাহায্যে ৪৬ রান করেন অধিনায়ক ফিঞ্চ। ইংল্যান্ডের হয়ে দারুণ বোলিং করেছেন ক্যারিবিয়ান বংশোদ্ভূত আর্চার এবং লেগ স্পিনার আদিল রশিদ। ৪ ওভারে ২৯ রান খরচায় ২ উইকেট শিকার করেন রশিদ। অপরদিকে ৩৩ রানে ২ উইকেট নেন আর্চার। আর একটি উইকেট পেয়েছেন আরেক পেসার মার্ক উড। 

সাউদাম্পটনের রোজ বোলে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এরপর খেলতে নেমে ডেভিড মালান এবং জস বাটলারের ব্যাটিং তান্ডবে নির্ধারিত ২০ ওভারে ৭ ইউইকেটে ১৬২ রান সংগ্রহ করে ইয়ন মরগানের দল।

৩টি ছক্কা এবং ৫টি চারের সাহায্যে ৪৩ বলে ৬৬ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান মালান। অপরদিকে ওপেনার এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান বাটলার খেলেন ২টি ছক্কা এবং ৫টি চারের সাহায্যে ২৯ বলে ৪৪ রানের আরেকটি অনবদ্য ইনিংস।  অস্ট্রেলিয়ার পক্ষে ২টি করে উইকেট নেন অ্যাস্টন অ্যাগার, কেন রিচার্ডসন এবং গ্লেন ম্যাক্সওয়েল।

২০ ওভারে ৬টি উইকেট হারালেও ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬০ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। ১৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকা অলরাউন্ডার মার্কাস স্টয়নিস জয় এনে দিতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেননি। ফলে দুই রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের।

সংক্ষিপ্ত স্কোরঃ

ইংল্যান্ডঃ ১৬২/৭ (২০ ওভার) (মালান ৬৬, বাটলার ৪৪; রিচার্ডসন ২/১৩, ম্যাক্সওয়েল ২/১৪)

অস্ট্রেলিয়াঃ ১৬০/৬ (২০ ওভার) (ওয়ার্নার ৫৮, ফিঞ্চ ৪৬; রশিদ ২/২৯, আর্চার ২/৩৩)