নারী বিগ ব্যাশ

করোনা ভীতিতে সিডনিতে সরে এলো নারী বিগব্যাশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:46 শুক্রবার, 04 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার প্রভাব এবারে পড়লো নারী বিগ ব্যাশের ওপর। মহামারী এই রোগটির প্রভাবে পুরো টুর্নামেন্টটি সিডনিতে স্থানান্তরিত করা হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

অস্ট্রেলিয়ার ছয় ভেন্যুতে ১৭ অক্টোবর থেকে শুরু হবার কথা ছিল নারী বিগ ব্যাশের চলতি বছরের আসরটি। যদিও এখন পর্যন্ত চূড়ান্ত সূচী প্রস্তুত করতে সক্ষম হয়নি বোর্ড।

কিন্তু এখন শুধুমাত্র সিডনিতেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ৫৯টি ম্যাচ। করোনার কারণে ভ্রমণবিধিতে নিষেধাজ্ঞা এবং সীমান্ত বন্ধ থাকায় এক ভেন্যুতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয়া হয়। এক সপ্তাহ পর থেকে খেলোয়াড়দের কোয়ারেন্টিন কার্যক্রম শুরু হবে।

বিগ ব্যাশের প্রধান অ্যালিস্টার ডবসন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ইতোমধ্যেই টুর্নামেন্টটির ৬ষ্ঠ সংস্করণ বাস্তবায়নের জন্য বেশিরভাগ কাজই শেষ হয়ে গেছে।

আগামী ৩ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে পুরুষদের বিগ ব্যাশের আচলতি বছরের আসরটি। ধারণা করা হচ্ছে পরিবর্তন আসতে পারে সেটিতেও।