ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ

টেস্ট ক্রিকেটে এক ব্র্যান্ডের বল ব্যবহারের প্রস্তাব ওয়াকারের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:15 শুক্রবার, 04 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

কোকাবুরা, এসজি, ডিউক। ক্রিকেটের বলের তিনটি প্রতিষ্ঠান। একের দেশের টেস্ট ক্রিকেট খেলা হয় একেক বল দিয়ে। কেউ ব্যবহার করেন ডিউক, কেউবা এসজি আবার কেউবা কোকাবুরা। এই তিন ধরণের বলে রয়েছে বিস্তর ফারাক। যার জন্য প্রায়শই সমস্যায় পড়তে হয় পেসারদের।

এই সমস্যা সমাধানের একতি উপায় বাৎলে দিয়েছেন সাবেক পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনুস। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)কাছে প্রস্তাব দিয়েছেন যে কোনো একটি বলের ব্র্যান্ডকে সর্বজনিন করে দিয়ে। সব দেশে সেই ব্র্যান্ডের বল দিয়েই খেলা হবে। তাহলে আর বিপাকে পড়তে হবে না বোলারদের।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওয়েবসাইটে এমনটাই লিখেন ওয়াকার।

সাবেক এই পাকিস্তানি বোলার বলেন, 'আমি অনেক বছর ধরেই ডিউক বলের বড় সমর্থক, তবে আমি মনে করি, এক ব্র্যান্ডের বল দিয়েই সব দেশে টেস্ট ম্যাচ হওয়া উচিত। যে ব্র্যান্ডের বলই হোক, আইসিসির উচিত সিদ্ধান্তটি নেওয়া। একেক দেশে গেলে একেক ধরনের বল দিয়ে খেলতে হয়, বোলারদের জন্য মানিয়ে নেওয়া খুব কঠিন।'

এসময় সদ্য শেষ হওয়া পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'সাম্প্রতিক টেস্ট সিরিজে দুই দলের জন্যই একটি বড় চ্যালেঞ্জ ছিল লালার ব্যবহার নিষিদ্ধ হওয়া। তবে ইংল্যান্ডে আবহাওয়ার কারণে সেটি খুব বড় সমস্যা হয়ে ওঠেনি।।'

'পিচগুলি যদিও শুষ্ক ছিল, তবে বাতাসে আর্দ্রতা ছিল প্রচুরে এবং মাঠও ছিল সজীব। বল ভালো অবস্থায় রাখতে তাই অসুবিধা হয়নি। কিন্তু অন্য সব জায়গায় বল ভালো অবস্থায় রাখা কঠিন চ্যালেঞ্জ।'

টেস্ট ম্যাচে স্থানভেদে বল পরিবর্তিত হয় বিশ্ব। সাধারণত ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড এসকল দেশে খেলা হয় ডিউক দিয়ে। ভারতে টেস্ট খেলা হয় এসজির বল দিয়ে। অস্ট্রেলিয়াসহ বেশ কিছু দেশ খেলা কোকাবুরা দিয়ে। আর বাংলাদেশ খেলে প্রতিপক্ষ বুঝে। কখনও কোকাবুরা, আবার কখনওবা এসজি।