ভারত-ইংল্যান্ড সিরিজ

আমিরাতে সিরিজ আয়োজনের প্রস্তাব ইসিবির, বিসিসিআইয়ের 'না

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:03 শুক্রবার, 04 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের করোনা পরিস্থিতি বিবেচনায় অ্যান্টনি ডি মেলো সিরিজ খেলার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ভেন্যু হিসেবে ব্যবহার করতে ভারতকে অনুরোধ করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু ইসিবির সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

যদিও বিসিসিআই দাবী করেছে সিরিজটি সম্পর্কে এখন পর্যন্ত ইংল্যান্ডের কাছ থেকে পুরো নিশ্চয়তা পাননি তারা। ভারতের মাটিতে সিরিজটি অনুষ্ঠিত হবার কথা থাকলেও ভারতের করোনা পরিস্থিতি বিবেচনায় বিকল্প ভেন্যুর কথা ভাবছে ইসিবি।

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু করোনার প্রভাবে সেটি স্থগিত করে রাখা হয়েছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে বিসিসিআই এটিকে তিন ম্যাচের টেস্ট সিরিজে রূপান্তর করতে চায়, যেখানে তারা তিনটি ওয়ানডে এবং আরও টি-টোয়েন্টি রাখতে পারে। ইসিবি এই ধারণাটি উন্মুক্ত বলে বোঝা গেলেও, ভারত সফর সম্পর্কে এর মধ্যে বিকল্প চিন্তাভাবনা অব্যাহত রয়েছে।

বিসিসিআই বিশ্বাস করে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ইংল্যান্ডে জৈব সুরক্ষিত পরিবেশ নিশ্চিতকরণে যে ফার্মকে নিয়োগ দেয়া হয়েছিল তাদেরই বিসিসিআই জৈব সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে, তাই ভারতের মাটিতে সিরিজটি নিয়ে ভাবা উচিৎ ইসিবির।

একই সঙ্গে বিসিসিআই টেস্ট দুটি মাত্র ভেন্যুতে অনুষ্ঠিত করার পরিকল্পনা করছে, দুটি ভেন্যু হিসেবে আহমেদাবাদের কথা বলা হয়েছে।