বাংলাদেশ ক্রিকেট

জানুয়ারির আগে মাঠে গড়াচ্ছে না ঘরোয়া ক্রিকেট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:34 শুক্রবার, 04 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার প্রকোপে গেল মার্চ থেকেই বন্ধ রয়েছে দেশের সকল ক্রিকেটীয় ইভেন্ট। বিরতি কাটিয়ে জাতীয় দল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও অনিশ্চয়তা রয়েই গেছে ঘরোয়া লিগ নিয়ে। ক্রিকেটাররা চাইছে লিগ মাঠে ফিরুক। কিন্তু দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় খেলা ফেরাতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে সহসাই না হলেও ফেরাতে তো হবে ক্রিকেট। কবে ফিরছে ঘরোয়া ক্রিকেট এই নিয়ে জোর গুঞ্জন চলছেই। রাজ্যের অন্ধকার বিরাজ করছে দেশের ক্রিকেট জুড়ে। দেশের লিগের উপর ভর করেই চলে যাদের দিন তারা তীর্থের কাকের মতো চেয়ে রয়েছেন লিগ শুরুর অপেক্ষায়।

এতোদিন পাওয়া যাচ্ছিল না স্পষ্ট কোনো সময় ঘরোয়া লিগ ফেরার। তবে ঢাকার ক্লাব ক্রিকেটের নিয়ন্ত্রক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সম্প্রতি একটি আভাস দিয়েছে ক্লাব ক্রিকেট ফেরানোর। কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার সিসিডিএমের একটি সূত্র দৈনিক ইত্তেফাককে জানান, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ঘরোয়া কোনো টুর্নামেন্ট হবার সম্ভাবনা নেই। সূত্রমতে জানা যায়, ‘ডিসেম্বর পর্যন্ত ক্লাব ক্রিকেটে কোনো টুর্নামেন্ট হবে না। পরিস্থিতি আসলে এমনই। যদি করোনা কমে আসে তাহলে ভিন্ন কথা।’

এদিকে স্বল্প পরিসরে হলেও স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আয়োজনের বিষয়ে আশাবাদী সিসিডিএম। করোনা পরবর্তীকালে দেশের ক্রিকেট ডিপিএল দিয়েই শুরু করতে চায় ক্লাব ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থাটি।

এ প্রসঙ্গে সিসিডিএমের সূত্র জানান, ‘মৌসুম শেষ হলেও আমরা চেষ্টা করবো প্রিমিয়ার লিগ করার। সেই আশায় আছি। আর করোনা পরিস্থিতি বুঝে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ লিগ নিয়ে জানুয়ারির পর সিদ্ধান্ত হবে।