পাকিস্তান সুপার লিগ

পিএসএলের অসমাপ্ত ম্যাচের সূচী ঘোষণা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:34 বুধবার, 02 সেপ্টেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনাভাইরাসের প্রকোপে চার ম্যাচ বাকি থাকতেই স্থগিত হয়ে গিয়েছিল চলতি বছরের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসরটি। অবশেষে করোনা বাঁধা পেরিয়ে মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্টটির বাকি অংশ। আগামী নভেম্বরে মাঠে গড়াচ্ছে পিএসএলের বাকি আসর।

আগামী ১৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে পিএসএলের স্থগিত হওয়া ম্যাচগুলো। বুধবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে মুলতান সুলতানস বনাম করাচি কিংসের মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচ। একই দিন প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি। এরপর ১৫ নভেম্বর দ্বিতীয় এলিমিনেটর মুখোমুখি হবে কোয়ালিফায়ারের পরাজয়ী দল এবং প্রথম এলিমিনেটরের বিজয়ী দল।

আর ১৭ নভেম্বর  ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে চলতি বছরের আসরটির। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

করোনার প্রকোপে স্থগিত রাখা হলেও ফ্র্যাঞ্চাইজিরা প্রস্তাব করেছিলেন নভেম্বরে অসমাপ্ত খেলাগুলো পুনরায় শুরু করতে। এমনকি প্রস্তাব দেয়া হয়েছিল খেলা আর মাঠে না গড়ালে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মুলতান সুলতান্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করার।